জাতীয় দলের তকমা ধরে রাখতে অমিত শাহকে ৪ বার ফোন করে পায়ে ধরেছেন মমতা: শুভেন্দু

জাতীয় দলের স্বীকৃতি ফেরত পেতে অমিত শাহকে ৪ বার ফোন করেছন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় সিঙ্গুরে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অমিত শাহকে আক্রমণ করায় এদিন মমতাকে পালটা আক্রমণ করেন শুভেন্দু। বলেন, জাতীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনের মতো নয়।

এদিন শুভেন্দু বলেন, ‘অমিত শাহ না কি গুন্ডা! ত্রিপুরা, মেঘালয় আর নাগাল্যান্ডের ভোটের পরে আমি ৩ মার্চ অভিযোগ করেছিলাম। বাতিল করুন জাতীয় দলের তকমা। নিয়মের বাইরে চলে গেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকে কালকে গুন্ডা বলেছেন, সেই অমিত শাহ জিকে চার বার ফোন করে পা ধরেছে। বলে, আমার রাষ্ট্রীয় তকমাটা ২৪ পর্যন্ত রাখা যাবে না? অমিতজি বলেছেন, না রাখা যাবে না। আপনি তো ভোট পাননি। আর আমাদের নির্বাচন কমিশন আপনার সুব্রত দাসের মতো নয়’।

সোমবার নবান্নে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দলীয় সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বলবেন সেটা তাঁর ব্যাপার। কিন্তু তিনি কখনওই বলতে পারেন না যে ৩৫টা আসন পাব। পেলেই আর অপেক্ষা করতে হবে না। বাংলায় সরকার পড়ে যাবে। তার মানে একটা স্বরাষ্ট্র মন্ত্রী চক্রান্ত করছেন। এত ঔদ্ধত্য যে তিনি দেশ, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার পরিবর্তে তিনি বলছেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন। কোন আইনে তিনি বলতে পারেন? তার মানে কি নিজেরা আইন তৈরি করবে? ওরা বিচারব্যবস্থা বদলে ফেলবে, সংবিধান বদলে ফেলবে। ইতিহাস বদলে ফেলবে। এই কথা বলার কোনও অধিকার তাঁর নেই। আমরা পরিষ্কার বলতে চাই। এই কথা বলার পর স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে তাঁর থাকার কোনও অধিকার নেই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি’।