IPL 2023: Top Five News Of Indian Premier League Of 18th April In A Nutshell


কলকাতা: আইপিএলে প্রতিদিনই ঘটনার ঘনঘটা। প্রতি ম্যাচেই একের পর এক রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হচ্ছে। দেখে নেওয়া যাক গতকালের আইপিএলের সেরা ৫টি খবরের এক ঝলক –

বিরাটের জরিমানা

সিএসকের বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে রান পাননি। ম্যাচও জেতেনি আরসিবি (RCB)। কিন্তু তার ওপর এবার মেজাজ হারিয়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা হল বিরাট কােহলির (Virat Kohli)। ম্যাচ চলাকালীন আইপিএলের (IPL 2023) আচরণবিধি লঙ্ঘনের (Code Of Cunduct) অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যে কারণে ম্যাচ ফি-এর ১০% জরিমানা করা হয়েছে তাঁর। 

আরসিবির বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল চেন্নাই। ধোনির দলের হয়ে দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলে আউট হন শিভম দুবে। ২৭ বলে ৫২ রান করে ওয়েন পার্নেলের বলে মহম্মদ সিরাজের হাতে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরে যান বাঁহাতি অলরাউন্ডার। এরপর কোহলির সেলিব্রেশন নজর এড়ায়নি কারও। মুখ দিয়ে কিছু অশ্রাব্য শব্দও উচ্চ

ারণ করতে দেখা যায় তাঁকে।

আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ”রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার বিরাট কোহলি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন আইপিএলের নিয়ম লঙ্ঘন করেন। তার জন্য তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।” বিরাট নিজের অপরাধ স্বীকার নিয়েছেন। সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, ”মিস্টার কোহলি আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২- এর অধীনে লেভেল ওয়ান অপরাধ স্বীকার করেছেন। লেভেল ওয়ান কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।”

মুম্বইয়ের জয়

হেনরিখ ক্লাসেন ও ময়ঙ্ক আগরওয়ালের দুরন্ত লড়াই জলে গেল। পঞ্চম উইকেটে দুইজনে মিলে মহামূল্যবান ৫৫ রান যোগ করেন বটে, তবে দলকে নাগাড়ে তৃতীয় জয় এনে দিতে ব্যর্থ তাঁরা। সানরাইজার্সকে ১৪ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ১৯২ রান তাড়া করতে নেমে ১৭৮ রানেই অল আউট হয়ে গেল সানরাইজার্স হায়দরাবাদ। চাপের মুখে দুরন্ত শেষ ওভার করলেন অর্জুন তেন্ডুলকর। মাত্র পাঁচ রান দিয়ে একটি উইকেট নেন অর্জুন।

অর্জুনের প্রথম সাফল্য

সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে নিজের আইপিএল (IPL) কেরিয়ারের প্রথম সাফল্য পেলেন অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। ভুবনেশ্বর কুমারের উইকেট নেন তিনি। সানরাইজার্সের বিরুদ্ধে (SRH vs MI) ২.৫ ওভারে মাত্র ১৮ রান খরচ করে এক উইকেট নেন সচিন-পুত্র অর্জুুন। শেষ ওভারে ২০ রান ডিফেন্ড করতে নেমে চাপের দুরন্ত বোলিং করেন অর্জুন। মাত্র পাঁচ রান খরচ করে এক  উইকেট নেন অর্জুন। 

২০০৮-০৯ সালের রঞ্জি ফাইনালে ১৭ বছর বয়সি ভুবনেশ্বর কুমার সচিন তেন্ডুলকরকে শূন্য রানে আউট করেছিলেন। রঞ্জিতে ওই প্রথম এবং ওই শেষবার সচিন খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছিলেন। তার ১৫ বছর পর সেই সচিনের পুত্রই ভুবনেশ্বরকে আউট করে আইপিএলে নিজের খাতা খুললেন। কেকেআরের বিরুদ্ধে নিজের অভিষেক ঘটালেও, উইকেট পাননি অর্জুন। দুই ওভারে ১৭ রান খরচ করেন তিনি। সানরাইজার্সের বিরুদ্ধেই এল প্রথম সাফল্য। শেষ ওভারে ২০ রান ডিফেন্ড করতে নেমে অর্জুনের এই বোলিং তাঁর দক্ষতার পরিচয়বাহক।

এগিয়ে এল ম্যাচ

৪ মে, বৃহস্পতিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) একে অপরের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু সেই ম্যাচের দিনক্ষণ বদলে যাচ্ছে। নির্ধারিত সময়ের একদিন আগে, অর্থাৎ ৩ মে এই ম্যাচটি আয়োজিত হতে চলেছে।

৪ মে লখনউয়ে পুরসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে। এই সময় একইদিনে ম্য়াচ আয়োজিত হলে সেক্ষেত্রে ম্যাচের সময় যথেষ্ট নিরাপত্তারক্ষীর আয়োজন করতে একটু সমস্যা হলেও হতে পারে। সেই কারণেই এই ম্যাচটি ২৪ ঘণ্টা আগেই আয়োজিত হবে। অবশ্য ম্যাচের দিন বদলালেও সময় বদলায়নি। ৪ মে দুপুর ৩.৩০টার সময় এই ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল, ৩ মেও ৩.৩০টে থেকেই এই ম্যাচ আয়োজিত হবে। আইপিএলের তরফে সরকারিভাবেই ইতিমধ্যেই এই সিদ্ধান্তটি সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘৪ মে লখনউ পুরসভা নির্বাচন থাকায় এই ম্যাচটির দিন বদল করা হয়েছে। যদিও ম্যাচের সময়ে কোনওরকম বদল করা হয়নি। ম্যাচটি ৩.৩০টের সময়ই আয়োজিত হবে।’

সৌরভ-বিরাট সংঘাত

লড়াই যেন থামতেই চাইছে না। সম্পর্কের তিক্ততাও প্রতিনিয়ত বেড়েই চলেছে। বিতর্ক থামারও কোনও লক্ষণ নেই। ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি দ্বৈরথের কথা সবার জানা। আইপিএলে দিল্লি বনাম আরসিবি ম্যাচের পরও ২জন দুজনের সঙ্গে কোনও সৌজন্য সাক্ষাতও করেননি। হাতও মেলাননি। এমনকী ফিল্ডিংয়ের সময়ে দিল্লির ডাগ আউটের দিকে অদ্ভূত দৃষ্টিতে তাকিয়েছিলেন। সেই সময় সেখানে ছিলেন সৌরভ। যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় কম চর্চা হয়নি। এবার সেই আগুনে আরও ঘি ঢেলে দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। কিছুদিন আগে বিরাট সৌরভকে আনফলো করে দিয়েছিলেন ইনস্টাগ্রাম থেকে। এবার উল্টো সৌরভও ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিলেন বিরাটকে।

উল্লেখ্য, বিরাটকে ভারতীয় ক্রিকেটে সীমিত ওভারে ফর্ম্যাট থেকে নেতৃত্ব সরানোর বিষয়ে একবার সৌরভ বলেছিলেন ”এই সিদ্ধান্তটা বিসিসিআই এবং নির্বাচকরা যৌথভাবে নিয়েছিলেন। আসলে বিসিসিআই বিরাটকে টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব না ছাড়ার অনুরোধ করেছিল। কিন্তু, বিরাট খুব স্বাভাবিকভাবেই সেই অনুরোধ মেনে নেয়নি। তাই একদিনের ক্রিকেট দলের অধিনায়কত্ব বিরাটের থেকে কেড়ে নেওয়া হয়েছে।” যদিও এর কিছুদিন পরে বিরাট সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে তাঁর সঙ্গে বিসিসিআইয়ের কেউই কোনও যোগাযোগ করেননি। এরপরই বিতর্ক শুরু হয়।

আরও পড়ুন: অবিকল একই বোলিং অ্যাকশন! সিএসকে-কে ম্যাচ জেতানো ‘বেবি মালিঙ্গা’-কে চিনে নিন