বিমানে ভয়ানক ঝাঁকুনি! তছনছ হয়ে গেল খাবারদাবার, আহত নবজাতক-সহ যাত্রীরা

বিমানে যাঁরা একটু-আধটু যাতায়াত করেন, তাঁরা সকলেই ফ্লাইট ‘টার্বুলেন্সে’-র সঙ্গে বেশ পরিচিত। হঠাত্ করে ঝাঁকুনি, পেটের ভিতর গুড়গুড়। বিমানসেবিকাদের আশ্বাসবাণী। বেশিরভাগ বিমানযাত্রীদের ক্ষেত্রেই টার্বুলেন্সের অভিজ্ঞতা এটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু ভয়াবহ টার্বুলেন্স যে কতটা মারাত্মক হতে পারে, তার প্রমাণ মিলল নতুন এক ঘটনায়। বিমানে প্রবল ঝাঁকুনির জেরে যে ঠিক কতটা খারাপ পরিস্থিতি হতে পারে, তারই নজির মিলল এক ভিডিয়োয়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রবল টার্বুলেন্সের ফলে ঠিক কীভাবে আতঙ্কিত হয়ে উঠেছেন যাত্রীরা। সেই সঙ্গে সারা কেবিন জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খাবার ও পানীয়। আরও পড়ুন: সৌদির কার্গো বিমানের কাচে চিড়, জরুরী অবতরণ কলকাতা বিমানবন্দরে

ব্রাজিলের ডায়ানা অ্যাসিস অ্যাঙ্গোলার লুয়ান্ডা থেকে পর্তুগালের উদ্দেশে যাচ্ছিলেন। হঠাত্ই খেয়াল করেন, বিমানচালক যাত্রীদের সম্ভাব্য টার্বুলেন্সের বিষয়ে সতর্ক করে দিচ্ছেন। লুয়ান্ডা থেকে TAAG Angolan এয়ারলাইন্সের এই উড়ানে চেপেছিলেন তিনি।

টার্বুলেন্সের সময়ে কেবিনের ভিতরে যা ঘটেছিল তার একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন ডায়ানা অ্যাসিস। তাতে দেখা যাচ্ছে, ঠিক কীভাবে খাবার এবং আরও অন্য সব জিনিসপত্র বিমানের মেঝেতে পড়ে আছে।

প্রথম প্রথম অবশ্য বিমানের ভিতরে কম্পন শুরু হওয়ার সময়ে তিনি বেশ মজার মুডেই ছিলেন। হাসছিলেন। কিন্তু প্রবল ঝাঁকুনিতে পানীয় ছিটকে পড়ার সঙ্গে সঙ্গেই তিনি বেশ ভয় পেয়ে যান। বুঝতে পারেন, আর পাঁচটা সাধারণ টার্বুলেন্সের সঙ্গে এটিকে গুলিয়ে ফেললে চলবে না। বাকি যাত্রীদেরও ভয়ে চিৎকার করতে দেখা যায়।

তিনি বলেন, আট ঘণ্টার ফ্লাইট ছিল। এদিকে টেকঅফের দুই ঘণ্টা পরেই এই অঘটন ঘটে। সেই সময়ে দুপুরের খাবার পরিবেশন করা হচ্ছিল, আর সেই কারণেই বিমানের সর্বত্র এভাবে খাবারদাবার ছড়িয়ে পড়ে।

ডায়ানা আরও দাবি করেন, বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। বিমানসেবিকারা অবতরণের আগে আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

তিনি বলেন, আহতদের মধ্যে একটি নবজাতক শিশুও ছিল। ছোট্ট শিশু তার বাবা-মায়ের হাত থেকে ছিটকে গিয়ে বিমানের ছাদের সঙ্গে ধাক্কা খায়। বিমানচালক সেই বিষয়ে জানতে পেরে তত্ক্ষণাৎ যাত্রীদের মধ্যে কোনও চিকিত্সকের সাহায্য চেয়ে ঘোষণা করেন।

ইনফ্লুয়েন্সার মহিলা জানান, মাত্র কয়েক সেকেণ্ডের ঘটনা। তাতেই সকলের ভয়ানক অভিজ্ঞতা হয়েছে। যাত্রীরাও আহত হন। আরও পড়ুন: প্রথমবার বিদেশ যাচ্ছি, বিমানে ফ্রিতে মদ পাওয়া যায় জেনে এত খেয়েছি যে একটা কাণ্ড ঘটিয়ে বসি: মনোজ বাজপেয়ী

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup