ওয়ার্নারকে নিয়েই অস্ট্রেলিয়ার দল

ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজের দুই টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাতে জায়গা হয়েছে ডেভিড ওয়ার্নারের।

টেস্টে বাজে ফর্মে চাপের মুখে রয়েছেন ওয়ার্নার। ভারত সিরিজে পাওয়া চোটের পর ফিরতে যাচ্ছেন তিনি। ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ৭ জুন।

ওয়ার্নার দলে থাকলেও ওপেনিং অর্ডার উন্মুক্ত রাখতে বিকল্প হিসেবে মার্কাস হ্যারিস ও ম্যাট রেনশকেও রাখা হয়েছে।

অসুস্থ মায়ের পাশে থাকতে ভারত সিরিজ না থাকলেও আসন্ন সিরিজে নেতৃত্বে ফিরছেন প্যাট কামিন্স।

আপাতত ১৭ সদস্যের দল ঘোষণা করা হলেও এই ম্যাচগুলো বিবেচনায় রেখে পরিবর্তন আনা হবে অ্যাশের বাকি ম্যাচে। টেস্ট চ্যাম্পিয়নশিপের দল অবশ্য ২৮ মে ১৫ জনে নেমে আসার কথা রয়েছে।

বাদ পড়াদের মধ্যে রয়েছেন অ্যাশটন অ্যাগার, পিটার হ্যান্ডসকম্ব, মিচেল সোয়েপসন ও ম্যাট কুনেমান। তারা সবাই ভারত সফরে ছিলেন। শেফিল্ড শিল্ডে সর্বোচ্চ রান সংগ্রহ করেও জায়গা হয়নি ক্যামেরন ব্যানক্রফটের।

এদিকে, দীর্ঘ দিন পর ফিরেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। যার সর্বশেষ টেস্টটি অ্যাশেজেই খেলেছিলেন। তাও সেটা ২০১৯ সালে!

অস্ট্রেলিয়ার ১৭ সদস্যের দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (ভাইস ক্যাপ্টেন), মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।