পার্ক সার্কাস থেকে গাড়িতে তোলা হয়েছিল কাগজ, নথি পোড়ানোর ঘটনায় জানালেন চালক

ভাঙড়ে বন্ধ জমিতে নথি পোড়ানোর খবরে সিবিআই হানা নিয়ে আরও ঘনীভূত হচ্ছে রহস্য। কে বা কারা ওই ফাঁকা জমিতে নথি পোড়াল তা নিয়ে যখন জল্পনার পারদ চড়ছে তখন খোঁজ মিলল গাড়ি চালক ও গাড়ির মালিকের। গাড়ির মালিক জানিয়েছেন, বাড়ির জিনিসপত্র সরানো হবে বলে ওই গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, একটি টাটা এস মাইক্রোট্রাক (ছোটা হাতি গাড়ি) করে ভাঙড়ের আন্দুলগড়িয়ার ওই ফাঁকা জমিতে কাগজ আনা হয়। গাড়ির নম্বর দেখে খুঁজে বার করা হয় গাড়ির মালিককে তিনি বলেন, মণীশ নামে এক ব্যক্তিকে গাড়ি ভাড়া দিয়েছিলাম। তিনি বলেছিলেন আসবাব সরানো হবে। চালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ২ জন শ্রমিক আমাকে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজের কাছে একটি অফিসের সামনে নিয়ে যান। সেখান থেকে প্রচুর কাগজ গাড়িতে তোলেন তাঁরা। এর পর ওই ২ শ্রমিক ও ওই দফতরের ২ জন আধিকারিক আমাকে পথ দেখিয়ে ভাঙড়ের ওই ফাঁকা জমিতে নিয়ে যান। সেখানে গাড়ি থেকে কাগজ নামানো হয়। তার পর আমি গাড়ি ঘুরিয়ে ফিরে আসি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই নথিগুলি খনির থেকে খনিজ উত্তলন সংক্রান্ত। সরকারি নথি জ্বলছে শুনে মঙ্গলবার সকালে সেখান হানা দেন সিবিআইয়ের গোয়েন্দারা। সেখান থেকে বেশ কয়েকটি নথি নিয়ে গিয়েছেন তাঁরা। ওদিকে জমির মালিকের দাবি, জমিতে যে কাগজ পোড়ানো হচ্ছে তা জানা ছিল না তাঁর। ওই জমির পাশে একটি অস্থায়ী ঘরে ২৪ ঘণ্টা বেসরকারি নিরাপত্তারক্ষী থাকেন। এই ঘটনায় তাঁর যোগ খতিয়ে দেখা হচ্ছে। জমির গেটের তালা খুলে গাড়ি কে সেখানে ঢোকাল জানার চেষ্টা করছে সিবিআই।