Same Sex Marriage hearing: ‘SC কীভাবে চলবে, সেটা অন্য কেউ ঠিক করবে না’, সমলিঙ্গ বিয়ে মামলায় ভর্ৎসিত কেন্দ্র

সমলিঙ্গ বিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্র। সলিসিটর জেনারেল তুষার মেহতার সওয়ালের প্রেক্ষিতে রীতিমতো কড়া ভাষায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলন, ‘আমি এখানে দায়িত্বে আছি। আমি সিদ্ধান্ত নেব। আমরা মামলাকারীদের (বক্তব্য) দিয়ে শুরু করব। কেউ আমায় বলে দিতে পারবে না যে এই আদালতের কাজকর্ম কীভাবে এগিয়ে যাবে।’

ভারতে সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি প্রদানের আর্জি জানিয়ে যে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে, সেই মামলার শুনানিতে সলিসিটর জেনারেল সওয়াল করেন যে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র সংসদ। শীর্ষ আদালতের থেকে সমলিঙ্গ বিবাহের যে স্বীকৃতি চেয়েছেন মামলাকারীরা, তা পুরোপুরি ভুল প্রক্রিয়া। কারণ শীর্ষ আদালতের হাতে সেই ক্ষমতা নেই।

আরও পড়ুন: Same sex marriage case in Court: ‘১০০ বছরে পাল্টেছে বিয়ের ধারণা’, সমলিঙ্গ বিবাহ মামলায় কী কী উঠে এল

সলিসিটর জেনারেল দাবি করেন, যে মামলাগুলি দায়ের হয়েছে, সেগুলির শুনানি নিয়ে তিনি যে আপত্তি তুলেছেন, সেটা নিয়ে আগে সিদ্ধান্ত নেওয়া উচিত সুপ্রিম কোর্টের। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সব রাজ্যকে নোটিশ জারি করা উচিত ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের (যদিও শীর্ষ আদালত স্পষ্ট করে গিয়েছে যে এই মামলায় আপাতত রাজ্যের বক্তব্য শোনার কোনও প্রয়োজন নেই। কারণ ব্যক্তিগত আইনের বিষয়টি আসছে না)। সেইসঙ্গে মেহতা সওয়াল করেন, পুরো দেশের হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না ‘পাঁচজন মেধাবী এবং শিক্ষিত ব্যক্তি’ এবং বিবাহের ক্ষেত্রে নয়া ‘সামাজিক-আইনি সম্পর্ক’ তৈরি করতে পারেন না।

আরও পড়ুন: Same Sex Marriage hearing in SC: ‘কে পুরুষ, কে মহিলা, শুধু যৌনাঙ্গ দিয়ে বিচার হয় না’, সমলিঙ্গ বিয়ে নিয়ে বলল SC

সেই সওয়ালে রীতিমতো ক্ষুব্ধ হয় শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘আমাদের প্রথমে এই মামলার বিভিন্ন তথ্য শুনতে দিন।’ তারপর আরও কড়া ভাষায় ভারতের প্রধান বিচারপতি বলেন, ‘আমি এখানে দায়িত্বে আছি। আমি সিদ্ধান্ত নেব। আমরা মামলাকারীদের (বক্তব্য) দিয়ে শুরু করব। কেউ আমায় বলে দিতে পারবে না যে এই আদালতের কাজকর্ম কীভাবে এগিয়ে যাবে।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)