Coronavirus Cases in India: একদিনে বৃদ্ধি ২০০০! ১২ হাজার পেরোল দৈনিক কোভিড সংক্রমণ

<p><strong>নয়াদিল্লি:</strong> এবার ১২ হাজার পেরিয়ে গেল ভারতের দৈনিক কোভিড সংক্রমণের গ্রাফ। বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড সংক্রমণ হয়েছে ১২৫৯১ জনের। যার ফলে সারা দেশে এখন অ্যাক্টিভ কোভিড কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২৮৬।&nbsp;</p>
<p>বুধবারের বুলেটিনে নতুন সংক্রমণ ছিল ১০৫৪২টি। অর্থাৎ মাত্র একদিনেই এক ধাক্কায় ২০০০-এর মতো নতুন সংক্রমণের সংখ্যা বেড়েছে। গত সোমবার-মঙ্গলবার অনেকটাই নীচে নেমে গিয়েছিল কোভিড সংক্রমণের গ্রাফ।&nbsp;</p>
<p>এখনও পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ছত্তীসগঢ় থেকে ৪ জনের, দিল্লি থেকে ৫ জনের, হিমাচল থেকে ২ জনের, কর্নাটক থেকে ৩ জনের, পুদুচেরি, তামিলনাড়ু, উত্তরাখণ্ড ও পঞ্জাব থেকে ১ জন করে, মহারাষ্ট্র থেকে ৬ জন, রাজস্থান থেকে ২ জনের কোভিড সংক্রমণ নিয়ে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কেরলেও গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে।</p>
<p>গতকাল, বুধবারই দেশের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে একটি মিটিং করা হয়। তাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি পিকে মিশ্র।</p>
<p><a title="আরও পড়ুন: ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগ, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আরাধ্যা বচ্চন" href="https://bengali.abplive.com/entertainment/aishwarya-rai-and-abhishek-bachchan-daughter-aaradhya-moves-hc-against-youtube-channel-over-fake-news-about-her-health-971928" target="_blank" rel="noopener">আরও পড়ুন: ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ‘ভুয়ো খবর’ ছড়ানোর অভিযোগ, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ আরাধ্যা বচ্চন</a></p>