Kangana Ranaut: Kangana Ranaut Criticises Parents Of The Kid With Placard That Read ‘Can I Take Vamika On Date?’


কলকাতা: চর্চায় আইপিএল (IPL)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে মাঠের বিভিন্ন টুকরো টুকরো ছবি। দর্শকাসনে কত কিই যে ঘটে, তা ধরা পড়ে ক্যামেরায়। ঠিক তেমনই এক ছবি ভাইরাল হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)-এর ম্যাচ ছিল সদ্যই। আর সেই ম্যাচেই, দর্শকাসন থেকে প্রস্তাব এল বিরাট-কন্যা ভামিকাকে ডেটে নিয়ে যাওয়ার!

কয়েকদিন আগে আইপিএলে ম্যাচ ছিল আরসিবি বনাম সিএসকের। সেই ম্যাচের গ্যালারিতে দেখা গেল এক খুদেকে। তার হাতে হলুদ কাগজে লেখা, ‘হ্যালো বিরাট কাকু, আমি কি ভামিকাকে একটা ডেটে নিয়ে যেতে পারি?’ শিশুর মুখ ঢেকে দেওয়া হয়েছে ইমোজিতে। তবে ভাইরাল হয়েছে এই পোস্টার। এরপরেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া এসেছে। অনেকে যেমন এই বাচ্চার আবদারকে মজা হিসেবে দেখেছেন, অনেকেই আবার বলেছেন, শিশুদের দিয়ে এই ধরণের কথা বলানো উচিত নয়। আর সেই দলে রয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)-ও!                                                                                                     

ওই শিশুটির ছবি ট্যুইট করে কঙ্গনা লিখেছেন, ‘সরল শিশুকে এসব শেখাবেন না। এতে আপনাদের আধুনিক মানসিকতা প্রকাশ পায় না। বরং প্রকাশ পায় আপনাদের বোকামি।’ কঙ্গনার সঙ্গে সঙ্গে এই পোস্টারের প্রতিবাদ জানিয়েছেন মোহিনী শ্রীনিবাসন, অজিত ভ

রতি ও অন্যান্যরা।

 



অনেকে আবার কঙ্গনার এই ট্যুইটেরও প্রতিবাদ করেছেন। অনেকে লিখেছেন যে ‘ও তো শুধু অনুমতি চেয়েছে। তাহলে এখানে অশ্লীল কথা এল কোথা থেকে।’ অনেকে আবার দোষ দিয়েছেন ওই বাচ্চার বাবা-মাকে। তবে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)-র তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আরও পড়ুন: Honey Singh News: অপরহণ ও হেনস্থার অভিযোগ হানি সিংয়ের বিরুদ্ধে, পুলিশের দ্বারস্থ অভিযোগকারী