Trinamool Congress: অভিষেকের কাছে অভিযোগ জানিয়ে মেলেনি সুরাহা, অনশনের হুঁশিয়ারি TMC কর্মীর

দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন ওন্দার তৃণমূল কর্মী প্রিয়াঙ্কা গোস্বামী। তাতে কোনও কাজ না হওয়ায় এবার আমরণ অনশনের হুঁশিয়ারি দিলেন ওই তৃণমূল কর্মী। তাঁর হুঁশিয়ারি, ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তিনি অন্যান্যদের নিয়ে জল ছাড়াই আমরণ অনশনে বসবেন।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন প্রিয়ঙ্কা গোস্বামী। তাঁর অভিযোগ ছিল, প্রাক্তন তৃণমূল ব্লক সহ-সভাপতি আশিস দে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৯৫ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু, ৫ মাস পর তাঁর চাকরি চলে যায়। এরপর তিনি ওই টাকা ফেরত চান। কিন্তু, আশিস দে তাঁকে ওই টাকা ফেরত দেননি। প্রিয়াঙ্কার অভিযোগ, আরও বেশ কয়েকজনের কাছ থেকে চাকরির নামে টাকা নিয়েছিলেন আশিস। এরপর বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় তিনি ছদ্মবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছিলেন। বাঁকুড়ার ওন্দায় গত ১২ এপ্রিল সভা করেন অভিষেক। সভা ছেড়ে অভিষেক যখন বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় নীল সাদা শাড়ি পরে, গলায় তুলসীর মালা এবং কপালে টিপ দিয়ে দৃষ্টি আকর্ষণ করেন প্রিয়াঙ্কা। তখনই তিনি অভিষেকের কাছে অভিযোগ জানান। কিন্তু, অভিষেককে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। তাঁর বক্তব্য, এত দুর্নীতি থাকা সত্ত্বেও আশিসকে জেনারেল সেক্রেটারির পদ দেওয়া হয়। এর প্রতিবাদে বুধবার বিক্ষোভ করেন প্রিয়াঙ্কা এবং অন্যান্য প্রার্থীরা।

এদিন প্রিয়ঙ্কা জানান, ‘৭ দিনের মধ্যে যদি বিচার না পাই তাহলে আমরা যতজন প্রার্থী রয়েছি সকলেই বিডিও অফিসের সামনে আমরণ অনশন শুরু করব। যদি আমাদের মৃত্যু হয় তাহলে তার জন্য আশিস দে সহ অন্যান্য নেতৃত্ব দায়ী থাকবে।’

যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা আশিস দে। তিনি জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, ‘আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। তাই আমার রাজনৈতিক অবস্থান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে বিজেপির হাত রয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সম্পাদক ভবানী মোদক জানিয়েছেন, প্রাক্তন ব্লক সভাপতি কোনও অপরাধ করলে নিশ্চয়ই দল তার ব্যবস্থা নেবে। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিল্বেশ্বর সিংহ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup