Kuntal Ghosh: কুন্তলের চিঠি মামলায় জেলের নথি জমা আদালতে, পরবর্তী শুনানি কবে? জানালেন বিচারপতি

বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশ মতো নথি জমা দিলেন প্রেসিডেন্সি জেলের সুপার। বৃহস্পতিবার তিনটি হার্ড ডিস্ক, সিসিটিভি ফুটেজ আদালতে জমা দিয়েছেন তিনি। এছাড়া জেলের ভিজিটার রেজিস্টার আদালতে জমা করেছেন।

তবে এই নথি আপাতত রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে। কারণ, মামলাটি যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছেন।

কুন্তলের অভিযোগ ছিল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য ইডি-সিবিআই তাঁকে চাপ দিচ্ছিল। কুন্তল তা না বলায় তাঁর উপ শারীরিক অত্যাচার চালিয়েছেন তদন্তকারী অফিসাররা। প্রেসিডেন্সি সংশোধনাগারে বসেই এই অভিযোগ জানিয়ে চিঠি লেখেন কুন্তল।

এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তলের চিঠি মামলায় নির্দেশনামায় বলেন, প্রয়োজনে অভিষক বন্দ্যোপাধ্যায়কেও তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারে উডি সিবিআই। সেই নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে গিয়েছেন অভিষেক। সেই মামলায় উচ্চ আদালতের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।