আরেক শুক্রবার, জীবনকৃষ্ণের পর এবার তাপস সাহার দুয়ারে CBI

আরও একটা শুক্রবারে আরও এক তৃণমূল বিধায়কের বাড়িতে নিয়োগ দুর্নীতির তদন্তে পৌঁছল সিবিআই। শুক্রবার বিকেল ৩টে নাগাদ তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের গোয়েন্দা দল। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুধবারই তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

ঠিক এক সপ্তাহ আগে শুক্রবার পড়শি জেলা মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি শুরু করেছিল সিবিআই। সোমবার তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা। আর আজ বিকেলে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে পৌঁছল সিবিআই। তাপস সাহাকে জেরা করতে শুক্রবার সকাল ৯.৩০ মিনিট নাগাদ কলকাতা থেকে রওনা দেন সিবিআই আধিকারিকরা। বিকেল ৩টের কিছু পরে সেখানে পৌঁছন তাঁরা। পৌঁছেই তাপস সাহাকে তাঁর বিধায়ক কার্যালয়ে বসিয়ে জেরা শুরু করেন গোয়েন্দারা। বাইরে তখন উৎসাহী জনতার ভিড়।

চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ তো রয়েছেই, সঙ্গে রেশনের ডিলারশিপ সহ নানা সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাপসবাবুর বিরুদ্ধে। তিনি যে টাকার লেনদেনে যুক্ত তা নিয়ে একাধিক অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এসেছে। এরকমই একটি অডিয়ো ক্লিপকে হাতিয়ার করে তাপসবাবুর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই মামলায় গত বুধবার তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা।

তাপসবাবুর যদিও দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। আর এর পিছনে রয়েছেন জেলারই তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিক। অভিযোগ অস্বীকার করেছেন টিনাদেবী।