Pension: প্রখর রোদে খালি পায়ে পেনশন আনতে যাচ্ছেন বৃদ্ধা, ভিডিয়ো শেয়ার করে SBI-কে প্রশ্ন করলেন নির্মলা

এটা এক অন্য় ভারতের ছবি। যে ছবিতে সেই ঝা চকচকে ভারত নেই। সম্প্রতি একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা খালি পায়ে ব্য়াঙ্ক থেকে পেনশন আনতে যাচ্ছেন। মাথার উপর গনগনে সূর্য। পিচ রাস্তা গলে যাচ্ছে। সেই সময় ওই বৃদ্ধা পেনশন তোলার জন্য একটা চেয়ারের উপর ভর করে ব্যাঙ্কে যাচ্ছেন। তাঁর কোনও হুইল চেয়ার নেই। সেকারণেই ওড়িশার ওই বৃদ্ধা এভাবে ব্যাঙ্কে যাওয়ার চেষ্টা করেন। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেটা চোখে পড়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতাররামণের। এরপর তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নির্দেশ দেন একটু মানবিক হয়ে কাজ করুন।

পরে স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে,আগামী মাস থেকে তাঁর পেনশন বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে কতদিন ধরে এই পরিস্থিতি চলবে? অনেককেই অশক্ত শরীরে পেনশন আনতে যেতে হয়। বাড়িতে পেনশন তুলে দেওয়ার কেউ নেই। আবার পেনশন না তুলতে পারলে পেট চলবে না। অগত্যা এভাবেই ব্যাঙ্কে যাওয়ার চেষ্টা।

জানা গিয়েছে ওড়িশার ওই বৃদ্ধার নাম সূর্য হরিজন। প্রখর রোদে তিনি এভাবে সঙ্গে চেয়ার নিয়ে অর্থাৎ চেয়ারের উপর ভর করে এতটা পথ হাঁটছেন।

এদিকে ব্যাঙ্কে যাওয়ার পর তাঁকে বলা হয় তাঁরক বুড়ো আঙুলের ছাপ রেকর্ডের সঙ্গে মিলছে না। এরপর পেনশন ছাড়াই তিনি বাড়ি ফিরে আসেন।

এদিকে ব্যাঙ্কের ম্যানেজারের দাবি, ওই বৃ্দ্ধার আঙুল ভেঙে গিয়েছে। সেকারণেই টাকা তোলার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাঁকে ব্যাঙ্ক থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে ম্যানুয়ালি দেওয়া হয়। আমরা দ্রুত সেই সমস্যা মিটিয়ে ফেলব।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এটি ওড়িশার ঝারিগাঁও ব্লক এলাকার ঘটনা। এদিকে বৃদ্ধার এক ছেলে ভিন রাজ্যে কাজ করেন। অপর ছেলে অন্যের গবাদি পশু চরিয়ে সংসার প্রতিপালন করেন।

এদিকে এই ঘটনা সামনে আসার পরেই গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা পরিকল্পনা নিচ্ছি। এদিকে এই ভিডিয়ো শেয়ার করেছেন খোদ কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তিনি লিখেছেন, একটু মানবিক হোন। কোনও ব্যাঙ্ক মিত্র কি নেই?

এসবিআই তার উত্তরে লিখেছে, ম্যাডাম আমরাও খুব ব্যথিত এই ঘটনায়। তিনি সিএসপি পয়েন্ট থেকেই পেনশন তোলেন। কিন্তু বয়সের জন্য তাঁর আঙুলের ছাপ মিলছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাঁকে একটু হুইল চেয়ার দেওয়া হবে।