IPL 2023 Orange Cap: Faf Du Plessis Leading The Chart Of Top Run Scorers, Know The List Of Top 5 Highest Run Getters


কলকাতা: তাঁর ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) তাঁকে আগের ম্যাচে খেলিয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে। দলের ব্যাটিংয়ের সময় ব্যাট করছেন। ফিল্ডিংয়ের সময় তাঁর পরিবর্তে নামানো হচ্ছে বিজয়কুমার বিশাখকে। তাঁর পরিবর্তে আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি।

সেই ফাফ ডুপ্লেসি (Faf Du Plessis) ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন। সর্বোচ্চ স্কোরারদের তালিকায় শীর্ষে পৌঁছে গেলেন আরসিবি তারকা। ছিনিয়ে নিলেন অরেঞ্জ ক্যাপ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সংক্ষেপে আইপিএল (IPL)। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা টুর্নামেন্ট মনে করা হয়। বিভিন্ন দেশের ক্রিকেটারেরা যে টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন। শাকিব আল হাসানের মতো তারকারা অনেক সময়ই বলেছেন যে, ভারতে আইপিএল খেলে তাঁরা যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁদের উন্নতিতে সাহায্য করেছে।

জন্ম ২০০৮ সালে। আর শুরুর বছর থেকেই ব্যাট-বলের রোমহর্ষক প্রতিদ্বন্দ্বিতা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। ক্রিকেটীয় দ্বৈরথের রোমাঞ্চকে আরও উত্তেজক করে তুলতে ভারতীয় ক্রিকেট বোর্ড দুটি বিশেষ পুরস্কার দিয়ে থাকে আইপিএলে। অরেঞ্জ ক্যাপ। যা দেওয়া হয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারকে। আর পার্পল ক্যাপ। যা পান সবচেয়ে

বেশি উইকেট নেওয়া বোলার।

ষোড়শ আইপিএলে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) দৌড়ে সবচেয়ে এগিয়ে কে? কার ঝুলিতে রয়েছে সবচেয়ে বেশি রানের নজির?

এবারের আইপিএলে যেন স্বপ্নের ফর্মে ডুপ্লেসি। আইপিএলে ৬ ম্যাচে ৩৪৩ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ৬৮.৬! রয়েছে ৪টি হাফসেঞ্চুরিও। সর্বোচ্চ? ৮৪ রান। অরেঞ্জ ক্যাপ রয়েছে তাঁর দখলেই।

দুই নম্বরে উঠে এসেছেন ডেভিড ওয়ার্নার। ৬ ম্যাচে ২৮৫ রান করেছেন দিল্লি ক্যাপিটালসের তারকা। সর্বোচ্চ ৬৫। ৪টি হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট ১২০.৭৬। যা নিয়ে অবশ্য অনেকে প্রশ্ন তুলছেন। বলাবলি হচ্ছে, রান পেলেও মন্থর ব্যাটিং করছেন ওয়ার্নার। যা দলকে সমস্যায় ফেলছে।

অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে আছেন বিরাট কোহলি। ৬ ম্যাচে ২৭৯ রান করেছেন আরসিবির ওপেনার। ১৪২.৩৪ স্ট্রাইক রেট রেখে। চার নম্বরে রয়েছেন ডেভন কনওয়ে। তাঁর দল চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ছন্দে। ৬ ম্যাচে ২৫৮ রান করেছেন কনওয়ে। তিনটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৮৩। ব্যাটিং গড় ৫১.৬০। ১৪৪.১৩ স্ট্রাইক রেটে রান করেছেন। 

অরেঞ্জ ক্যাপের দৌড়ে ঢুকে পড়েছেন জস বাটলারও। তালিকায় পাঁচ নম্বরে তিনি। ৬ ম্যাচে ২৪৪ রান করেছেন। সর্বোচ্চ ৭৯ রান। ৪০.৬৭ গড়ে রান করেছেন।

শেষ পর্যন্ত কার মাথায় উঠবে সেরা ব্যাটারের শিরোপা?

আরও পড়ুন: বৃষ্টির আশঙ্কায় ঢাকা ইডেন, ধোনি-দর্শনে টিকিটের হাহাকার