Marathon race in saree: সম্বলপুরী শাড়িতেই ম্যারাথন, ব্রিটেনের বুকে ধন্যি মেয়ে!

ওড়িশাতে আদি বাড়ি হলেও বর্তমানে ইংল্যান্ডের বাসিন্দা তিনি। সেই উৎকলের কন্যাই এবার দৌড়ালেন ম্যারাথনে। শুধু দৌড়ালেন বললে ভুল বলা হয়। রীতিমতো সম্বলপুরী শাড়ি পরে দৌড়ালেন তিনি। আর এই সূত্রেই তাঁর ছবি এখন ভাইরাল সমাজ মাধ্যমে। রবিবার ম্যাঞ্চেস্টার শহরে আয়োজিত হয়েছিল এই ম্যারাথন দৌড়। সেখানেই মধুস্মিতা জেনা সম্বলপুরী শাড়ি পরে ৪২.৫ কিমি পথ পাড়ি দিলেন। মধুস্মিতার বর্তমানে বয়স ৪১ বছর। ম্যারাথনের ৪২.৫ কিমি পথ দৌড়াতে তাঁর সময় লেগেছে ৪ ঘন্টা ৫০ মিনিট।

দৌড়ের পর টুইটারে তাঁর ছবি শেয়ার করার পরেই তা ভাইরাল হয়ে যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, এটা ইংল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ম্যারাথন। সেই ম্যাঞ্চেস্টার ম্যারাথনেই সম্বলপুরী শাড়িতে মধুস্মিতার দৌড় নজর কেড়েছে সকলের। দেশীয় সংস্কৃতিকে এভাবে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার জন্য রীতিমতো কুর্নিশ জানানো হয় তাঁকে। প্রসঙ্গত ওড়িশার সম্বলপুর জেলার এই শাড়ি গত কয়েকশো বছর ধরে সারা ভারতে অন্যতম সেরা।

তবে এটাই প্রথম নয়। এর আগেও অনেক ম্যারাথনে অংশ নিয়েছেন মধুস্মিতা। সংবাদমাধ্যমকে মধুস্মিতা জানিয়েছেন তিনি যে পোশাকে স্বচ্ছন্দ, তাতেই দৌড়তে অভ্যস্ত। তাঁর কীর্তিতে গর্বিত ইংল্যান্ডনিবাসী ওড়িশার মানুষরাও। শুধু তাই নয়, ভারতের অন্যান্য রাজ্যের বাসিন্দারাও তাঁর এই অভিনব পোশাক বেছে নেওয়ার ধরন দেখে রীতিমতো অভিভূত। শাড়ি পরে ম্যারাথন দৌড়নো যে মোটেই সহজ কাজ নয়, সেই প্রসঙ্গও উঠে আসে নেটিজেনদের চর্চায়। অনেকে টুইটারে পোস্টের কমেন্টে লেখেন, একদিন শাড়ি পরে অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও দেখা যাবে ভারতীয় মেয়েদের। পেশায় মধুস্মিতা শিক্ষিতা। ওড়িশার কেন্দ্রাপাড়ার মেয়ে বর্তমানে ম্যাঞ্চেস্টারের একটি স্কুলের পড়ান। তবে শাড়ি পরে এর আগেও বেশ কয়েকজন অংশগ্রহণকারীদের দেখা গিয়েছে কলকাতা ও পুণের রাজপথে। সেই তুলনায় ব্রিটেনের ম্যারাথনে শাড়ি পরে অংশ নেওয়া খুবই বিরল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup