Narendra Modi: ‘রাজনৈতিক দলগুলি করদাতাদের টাকা ব্যবহার করছে কিনা, তা দেখা উচিত আমলাদের’, মন্তব্য মোদীর

রাজনৈতিক দলগুলি নিজেদের স্বার্থে করদাতাদের টাকা ব্যবহার করছে কিনা, তা দেখা উচিত আমলাদের। শুক্রবার এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আরও মন্তব্য করেন, সরকারি আমলাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ভারতের দ্রুত উন্নয়ন সম্ভব হত না। তাঁর কথায়, গত নয় বছরে ভারতের থেকে বিশ্বের প্রত্যাশার মাত্রা বেড়েছে অসাধারণ গতিতে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী দিল্লির বিজ্ঞান ভবনে ১৬তম সিভিল সার্ভিসেস দিবসের ভ্যালিডিক্টোরিয়ান অধিবেশনে বক্তব্য রাখছিলেন গতকাল। তিনি আমলাদের গতকাল আরও বলেন, শেষ মাইল পর্যন্ত পৌঁছে যাওয়ার চেষ্টা না থাকলে সেরা সরকারি প্রোগ্রামগুলি প্রত্যাশিত প্রভাব ফেলবে না দেশের জনগণের ওপর।

প্রধানমন্ত্রী মোদী আমলাদের উদ্দেশে বলেন, ‘গত নয় বছরে দেশের দরিদ্রতম মানুষও যদি সুশাসনে আস্থা পেয়ে থাকে, তবে তাতে আপনার কঠোর পরিশ্রমেরও অবদান রয়েছে। গত নয় বছরে ভারতের উন্নয়ন যদি নতুন গতি পেয়ে থাকে, তা আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব ছিল না। কোভিড সংকট সত্ত্বেও, আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।’ প্রধানমন্ত্রীর কথায়, ‘সরকার তাদের সময় ও সম্পদকে দক্ষতার সাথে কাজে লাগিয়ে সবাইকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আমাদের মন্ত্র হল – আগে জাতি, আগে নাগরিক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের চ্যালেঞ্জ কর্মদক্ষতা নিয়ে নয়। কীভাবে ঘাটতি খুঁজে বের করা যায় এবং তা দূর করা যায়. সেটাই আজকের চ্যালেঞ্জ। আগে মনে করা হত যে সরকার সব করবে, এখন মনে করা হয় সরকার সবার জন্য কাজ করবে।’ প্রধানমন্ত্রী বলেন, এবারের সিভিল সার্ভিস দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেশ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছে। তিনি বলেন, এটা এমন একটা সময় যখন দেশ আগামী ২৫ বছরের বিশাল লক্ষ্য অর্জনে দ্রুত পদক্ষেপ করতে শুরু করেছে। মোদী বলেন, ‘এই অমৃত কলে দেশ সেবা করার সুযোগ রয়েছে আপনাদের কাছে। যদিও আমাদের হাতে সময় কম, আমরা তা সম্পূর্ণরূপে কাজে লাগাব এবং অপরিসীম নিষ্ঠার সাথে কাজ করব। আমাদের সামনে কঠিন লক্ষ্য আছে। কিন্তু সঙ্গে মনে সাহসও আছে। আমাদের লক্ষ্য পাহাড়ে চড়া। তবে আমরা আকাশ অতিক্রম করব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতীয় আমলাতন্ত্রের এক সেকেন্ডও নষ্ট করার সুযোগ নেই। আমি প্রতিটি আমলার কাছে আবেদন করছি, রাজ্য সরকার হোক বা কেন্দ্র হোক, দেশ আপনার ওপর আস্থা রেখেছে। এটি আপনাকে একটি সুযোগ দিয়েছে। আপনার কাজের উপর সেই আস্থা বজায় রাখুন।’ প্রধানমন্ত্রী লাল ফিতের জট কমাতে এবং সরকারকে আরও দক্ষ করে তুলতে আমলাদের উদ্ভাবনী সমাধান নিয়ে আসার আহ্বান জানান। গত ইউপিএ সরকারকে তোপ দেগে মোদী বলেন, ‘৪ কোটিরও বেশি জাল গ্যাস সংযোগ, ৪ কোটিরও বেশি জাল রেশন কার্ড, ১ কোটি ভুয়ো শিশু এবং মহিলা সরকার থেকে সুবিধা গ্রহণ করছিল। এটাই আগের সরকারের থেকে আমাদের পাওয়া উত্তরাধিকার। কিন্তু সরকারি আমলা হিসাবে আপনাকে নৈতিক ভাবে জবাবদিহি করতে হবে। নিজের নয়, জাতির স্বার্থে কাজ করার সিদ্ধান্ত নিতে হবে। দেখতে হবে কোনও রাজনৈতিক দল করদাতার টাকা ভোটব্যাঙ্ক গড়ার লক্ষ্যে যাতে ব্যবহার না করে। এটি একটি দুর্নীতি।’