Vidyasagar University: Ph.D-তে আসন পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ

রাজ্যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এখন প্রকাশ্যে। তারই মধ্যে এবার বিশ্ববিদ্যালয়ের পিএইচডি আসন বিক্রির অভিযোগ উঠল। ১ লক্ষ ৪০ হাজার টাকার বিনিময় এই আসন বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে পিএইচডি আসন পাইয়ে দেওয়ার নামে কলকাতার এক বাসিন্দা এবং তাঁর স্ত্রীর কাছ থেকে এই পরিমাণ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এফআইআর রুজু করার পরেই তদন্ত শুরু করেছে সিঁথি থানার পুলিশ।

কলকাতার বাসিন্দা ওই ব্যক্তির নাম শুভঙ্কর মান্না। তিনি জানান, ২০০৮ সালে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তিনি এমবিএ পাশ করেন। সেখানে মণিগ্রীব বাগ নামে এক শিক্ষকের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর এমবিএ সম্পন্ন করার পর ওই শিক্ষক শুভঙ্করের কাছে জানতে চান তিনি পিএইচডি করতে ইচ্ছুক কিনা। তখন পিএইচডি করার ইচ্ছা প্রকাশ করলে শুভঙ্করকে পিন্টু রানা নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলেন মণিগ্রীব বাবু। 

শুভঙ্কর জানান, ওই শিক্ষকও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন। ফলে তাঁর কথায় তিনি বিশ্বাস করেছিলেন। সেই বিশ্বাসে তিনি পিন্টুকে দফায় দফায় ৭০ হাজার টাকা দেন। এর জন্য তাঁকে রশিদও দেওয়া হয়। তাতে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাম্প ছিল। তবে স্ট্যাম্পে কাদের সই রয়েছে সেই বিষয়টি স্পষ্ট ছিল না। শুভঙ্করের আরও অভিযোগ, নিজের জন্য টাকা দেওয়ার পর মণিগ্রীব বাবু তাঁকে জানান বিদ্যাসাগরের ম্যানেজমেন্ট বিভাগে তফসিলিদের জন্য আসন সংরক্ষণ রয়েছে। ওই আসনে শুভঙ্করের স্ত্রীকে ভর্তি করা যাবে। এর জন্য শুভঙ্করকে আরও ৭০ হাজার টাকা দিতে বলেন ওই শিক্ষক। সেই মতো শুভঙ্কর টাকা দিতে রাজি হয়ে যান।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এখানে পিএইচডিতে ভর্তির সময় ১০,১০০ টাকা দিতে হয়, কোর্সওয়ার্কের জন্য ৮০০০ এবং থিসিস জমা দেওয়ার সময় আরও ১৭ হাজার টাকা দিতে হয়। সবমিলিয়ে ৩৫ হাজার টাকা খরচ হয়। তবে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন পিন্টু। তিনি বলেন, ‘আমাকে টাকা পাঠানো হয়েছিল। যেখানে দেওয়ার কথা সেখানে দিয়েছি।’ যদিও কোথায় টাকা দিয়েছেন সে বিষয়ে তিনি কিছু জানাতে চাননি। অন্যদিকে, মণিগ্রীব বাবু এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলেই দাবি করেছেন। একই সঙ্গে পিন্টু রানার সঙ্গে সেরকম যোগাযোগ নেই বলে দাবি করেছেন ওই শিক্ষক। গোটা বিষয়টি খতিয়ে দেখছে সিঁথি থানার পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup