বাংলাদেশ দল এখন সিঙ্গাপুরে

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে খেলতে বাংলাদেশ দল এখন সিঙ্গাপুরে। আগের দিন রাতে রওনা দিয়ে আজ সোমবার সেখানে পৌঁছায় গোলাম রব্বানী ছোটনের দল। তবে আজ কোনও অনুশীলন করেননি রুমা-জয়নবরা। আগামীকাল সন্ধ্যায় অনুশীলনে নামার কথা রয়েছে। 

লাল সবুজ দলটি সাফের অভিজ্ঞতা এবার সিঙ্গাপুরে কাজে লাগাতে চাইছে।

সিঙ্গাপুরে খেলা হবে ২৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। গ্রুপ ‘ডি’ তে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সিঙ্গাপুর ও তুর্কমেনিস্তান। গ্রুপসেরা হতে পারলেই মিলবে দ্বিতীয় রাউন্ডের টিকিট। 

প্রথম ম্যাচে ২৬ এপ্রিল বাংলাদেশ মুখোমুখি হবে তুর্কমেনিস্তানের। ৩০ এপ্রিল প্রতিপক্ষ 
স্বাগতিক সিঙ্গাপুর।