Tiljala incident: তিলজলায় সাবান তৈরির কারখানায় ২ শ্রমিকের মৃত্যুতে গাফিলতির অভিযোগ, ধৃত ২

তিলজলায় সাবান তৈরির কারখানায় ট্যাঙ্কারে পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে। এই অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। যদিও রবিবার ধৃতদের আদালতে তোলা হলে তাদের জামিন দিয়ে দেন বিচারক। সরকারি আইনজীবীর বক্তব্য, ধৃতদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল। সেই কারণে তাদের জামিন দিয়েছে আদালত। তবে এই ঘটনায় একাধিক গাফিলতির অভিযোগ সামনে আসছে।

উল্লেখ্য, তিলজলায় সাবান তৈরির কারখানায় ট্যাঙ্কারে পড়ে মৃত্যু হয় ২ শ্রমিকের। তেলের ট্যাঙ্কারে লেভেল মাপতে গিয়ে অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের নাম হল কার্তিক হালদার, লোগাননাথন। তিলজলা থানার অন্তর্গত ৭ নম্বর তিলজলা রোডে একটি ট্যাঙ্কারে নিম তেলের লেভেল মাপতে গিয়ে প্রথমে একজন শ্রমিক ট্যাঙ্কারের মধ্যে পড়ে যান এবং তাকে উদ্ধার করতে গিয়ে আরও একজন শ্রমিক পড়ে যান। ট্যাঙ্কারের মধ্যে দুজনেই পড়ে গিয়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তিলজলা থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হল অমিত চক্রবর্তী এবং কে কুমার। অভিযুক্ত অমিত কারখানার সুপারভাইজার এবং কে কুমার ট্যাঙ্কের চালক। কলকাতা পুলিশের এক কর্তা জানান, এই ঘটনায় কারখানার সুপারভাইজার এবং ট্যাঙ্কারের চালকের গাফিলতি রয়েছে। তারা সতর্ক থাকলে এমন ঘটনা ঘটত না। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তদন্ত হবে। একটি ট্রাক অপারেটরস সংগঠনের এক সদস্য জানান, ট্যাঙ্কারটির ধারন ক্ষমতা ছিল ২৫ হাজার লিটার। ট্যাঙ্কারে ৫ হাজার লিটার করে জায়গা করা ভাগ থাকে। সেক্ষেত্রে পাঁচটি ঢাকনা ছিল ট্যাঙ্কারে। কতটা তরল আছে তা জানার জন্য কাউকে উপরে উঠতেই হয়। সেখানে উঠে স্কেল দিয়ে মেপে দেখতে হয়। যদিও হাওড়া জেলা ট্রাক সংগঠনের সাধারণ সম্পাদক বীরেন্দ্র সিংহ জানান, যারা বরাত দিয়েছেন তাদেরই ওজন মেপে নেওয়ার কথা। খালাসি কেন মাপতে গেলেন তা স্পষ্ট নয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup