Audio Clip of Tamil Finance Minister: স্ট্যালিনের পরিবারকে নিয়ে তামিল মন্ত্রীর অডিয়ো ভাইরাল, ‘ভুয়ো’, বললেন DMK নেতা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের পরিবারের সম্পত্তি নিয়ে বিস্ফোরক অডিয়ো ক্লিপ প্রকাশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। দাবি করা হয়, স্ট্যালিনের ছেলে উদয়নিধি এবং স্ট্যালিনের জামাই সবরীসনের সম্পত্তির পরিমাণ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন তামিলনাড়ুন অর্থমন্ত্রী পলনিভেল ত্যাগ রাজন। তবে সেই অডিয়ো ক্লিপকে ভুয়ো আখ্যা দিলেন ত্যাগ রাজন। এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি অবশ্য টুইটে লেখেন যে ডিএমকে প্রধানের পরিবারের সম্পত্তি সম্পর্কে ‘গোপন কথা’ ফাঁস করেছেন ত্যাগ রাজন। এর জবাবে সেই অডিয়ো ক্লিপের ফরেন্সিক পরীক্ষা করানোর দাবি করেন তামিল অর্থমন্ত্রী। তাঁর দাবি, এই ক্লিপটি ভুয়ো।

বিজেপি নেতার টুইটের প্রেক্ষিতে ত্যাগ রাজন পালটা টুইট করেন। সেখানে অডিয়ো ক্লিপের ফরেন্সিক পরীক্ষার ‘স্ক্রিনশট’ দেন তিনি। এরপর ত্যাগ রাজন দাবি করেন, ডিএমকে-র মধ্যে ফাটল ধরানোর লক্ষ্যেই এই ভুয়ো ক্লিপ টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি। উল্লেখ্য, বাকস্বাধীনতা নিয়ে চিরকালই বেশ সরব তামিল অর্থমন্ত্রী। এই আবহে তিনি বলেন, ‘এর আগে আমার বিরুদ্ধে বহুবার অনেক অভিযোগ উঠেছে। আমি কখনও তা নিয়ে কিছুই বলিনি। তবে এবার আমি মুখ খুলতে বাধ্য হয়েছি।’ এদিকে স্ট্যালিনের প্রশংসা করে তামিল অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দলকে বিভক্ত করার কোনও ষড়যন্ত্র ফলপ্রসূ হবে না।’

ত্যাগ রাজন দু’পাতার বিবৃতিতে বলেন, ‘পাবলিক ডোমেনে উপলব্ধ টেকনিকাল অ্যানালিসিসের মাধ্যমে এটা স্পষ্ট যে এই অডিয়ো ক্লিপটি ভুয়ো। এরকম আরও ভুয়ো অডিয়ো বা ভিডিয়ো ক্লিপ ভবিষ্যতে প্রকাশ করা হতে পারে। সেখানে আরও সব বিস্ফোরক দাবি করা হতে পারে।’ এদিকে ত্যাগ রাজনের অভিযোগের প্রেক্ষিতে পালটা টুইট করে চ্যালেঞ্জ জানান বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। আন্নামালাই বলেন, ‘এই ফরেন্সিক অ্যানালিসিস তো ডিএমকে নিজেরা করেছে। কোনও নিরপেক্ষ সংগঠন বা সংস্থাকে দিয়ে এই অডিয়ো ক্লিপ পরীক্ষা করানো হয়নি। আমি চ্যালেঞ্জ করছি, নিরপেক্ষ কোনও সংস্থাকে দিয়ে এই অডিয়ো ক্লিপ পরীক্ষা করানো হোক। তারপর দেখা যাবে এটা ভুয়ো কি না।’