Jiban Krishna Saha: চাকরি তিনি বিক্রি করেননি, হাত নেড়ে জানালেন জীবনকৃষ্ণ

গ্রেফতারির পর প্রথমবার সাংবাদিকদের প্রশ্নে প্রতিক্রিয়া জানিয়ে চাকরি বিক্রির দায় অস্বীকার করলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। রবিবার নিজাম প্যালেস থেকে মেডিক্যাল পরীক্ষা করাতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নে মুখে কিছু না বললেও হাত নেড়ে জবাব দেন তিনি। জানান, চাকরি বিক্রিতে যুক্ত নন তিনি।

এদিন সাংবাদিকরা জীবনকৃষ্ণকে প্রশ্ন করেন, আপনি কি চাকরি বিক্রি করতেন? জবাবে জীবনকৃষ্ণ হাত নেড়ে ‘না’ বলেন। এমনকী তাঁর বাড়ির পিছনে ঝোপ থেকে উদ্ধার হওয়া ব্যাগগুলিও তাঁর নয় বলে দাবি করেন তিনি।

গত ১৬ এপ্রিল নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুর্শিদাবাদের আন্দির বাড়ি থেকে জীবনকৃষ্ণকে গ্রেফতার করে CBI. তার আগে সেখানে ৬৬ ঘণ্টা তল্লাশি চালান তাঁরা। জীবনকৃষ্ণর বাড়ি থেকে বেআইনিভাবে নিয়োগ পাওয়া প্রায় ৩,৫০০ প্রার্থীর তালিকা পেয়েছেন বলে জানিয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা। কী ভাবে একজন স্কুল শিক্ষক এত বিপুল সম্পত্তির মালিক হলেন তাও খতিয়ে দেখছেন তাঁরা। তল্লাশি চলাকালীন নিজের মোবাইল ফোনদুটি বাড়ির পিছনের পুকুরে ফেলে দেন জীবনকৃষ্ণ। পুকুরে শ্রমিক ও বুলডোজার নামিয়ে সেই ফোন খুঁজে নিয়ে গিয়েছে সিবিআই।

তদন্তকারীদের দাবি, চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা তুলেছেন জীবনকৃষ্ণ। তিনি কত মানুষের কাছ থেকে টাকা তুলেছেন ও সেই টাকা কোথায় পাঠিয়েছেন তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। আপাতত সিবিআই হেফাজতে রয়েছেন বিধায়ক।