Dilip Ghosh on Abhishek: দুর্নীতির টাকায় ফুর্তি হচ্ছে, অভিষেকের সফরকে কটাক্ষ দিলীপ ঘোষের

দুর্নীতির টাকায় ফুর্তি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকে এভাবেই ব্যাখ্যা করলেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। শিলিগুড়িতে FCIএর গোডাউন পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

দিলীপবাবু বলেন, ‘রাজাদের মতো ২৯২টা তাঁবু খাটিয়ে জনসম্পর্ক হচ্ছে। এতে মানুষের কী যায় আসে? ওই টাকা সাধারণ মানুষের জন্য খরচ হলে কাজে দিত। উত্তরবঙ্গের মানুষ চিরদিন উন্নয়নের জন্য বসে আছেন। সেখানে গরিব মানুষের সামনে এরকম রাজকীয় কায়দায় জনসম্পর্ক অভিযান তাতে সাধারণ মানুষের কী লাভ’?

তাঁর প্রশ্ন, ‘আগের তৃণমূল দলটা কোথায় গেল তাহলে? সব কি চোর ডাকাতে ভর্তি হয়ে গেছে? কেউ কি বিশ্বাস করতে পারছে না? তাই নতুন করে করতে হচ্ছে? সাধারণ মানুষ পার্টির পাশ থেকে সরে গেছে তাই এই ধরণের নাটক করতে হচ্ছে। আগে যেরকম রাজা রাজড়ারা লোক লস্কর নিয়ে শিকারে যেতেন, বেড়াতে যেতেন তেমন হচ্ছে। কার উন্নয়ন হচ্ছে বোঝা যাচ্ছে। পার্টির উন্নয়ন হচ্ছে। নেতাদের উন্নয়ন হচ্ছে’।

দিলীপ ঘোষের অভিযোগ, ‘শিক্ষা, দমকল, পুলিশ সমস্ত দফতরে নিয়োগে দুর্নীতি হয়েছে। ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা সরানো হয়েছে। হাজার হাজার কোটি টাকা লুঠ হয়েছে। যে জন্য কেন্দ্রীয় সরকার টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। সেই টাকা নিয়ে মউজ-মস্তি- ফুটানি হচ্ছে। নতুন তৃণমূল, নতুন ভাবে খাও – পিও মস্তি করো। বাকি দেখার দরকার নেই’।

সোমবার বিকেলে কোচবিহার সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পঞ্চায়েতের প্রার্থীবাছাইয়ের জন্য স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তিনি। রাত্রিবাস করবেন ক্যারাভ্যানে। অভিষেকের এই সফরকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন করেছে তৃণমূল।