Maruti Suzuki Fronx: Baleno আর Grand Vitara মিশিয়ে নতুন গাড়ি আনল মারুতি! দাম কত?

Maruti Suzuki Fronx SUV: ভারতের বাজারে সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন Fronx লঞ্চ করল মারুতি সুজুকি। দাম শুরু হচ্ছে ৭.৪৬ লক্ষ টাকা(এক্স-শোরুম) থেকে। টপ-এন্ড আলফা ডুয়াল টোনের দাম ১৩.১৩ লক্ষ টাকা। এটি আসলে Baleno-র উপর বেস করে তৈরি করা হয়েছ। Maruti Fronx গত জানুয়ারিতে অটো এক্সপো 2023-এ প্রথম প্রদর্শন করা হয়েছিল। সেই সময়েই বেশ নজর কেড়েছিল এই গাড়ি। এখন ভারত তথা বিশ্বের বাজারে কম্প্যাক্ট, মিড সাইজ SUV-র চাহিদা বেশি। সেই বাজার মাথায় রেখেই এই গাড়ি এনেছে মারুতি। আরও পড়ুন: টাটা থেকে মারুতি, মধ্যবিত্তের বাজেটের মধ্যেই পাবেন এই ৫টি গাড়ি

এক নজরে গাড়িটি দেখলেই মনে হবে, সাদাসিধে Baleno যেন কয়েক বছর জিম করে, প্রোটিন শেক খেয়ে ফিরে এসেছে।

Maruti Suzuki Fronx: ইঞ্জিন এবং ট্রান্সমিশন স্পেসিফিকেশন

Fronx-এ দু’টি ইঞ্জিন অপশন পাবেন। ১.২ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল মোটর। আর সেই সঙ্গে 1.0-লিটার টার্বো বুস্টারজেট৷ 1.2 NA পেট্রোল ইঞ্জিনে ম্যানুয়াল ট্রান্সমিশন বা AMT ইউনিট পাবেন। টার্বো ইঞ্জিনে খালি ম্যানুয়াল অপশন বা অটোম্যাটিক পাবেন।

Fronx নিঃসন্দেহে বেশ সুন্দর SUV। এর কেবিন নতুন Baleno-র সঙ্গে প্রায় একইরকম। তবে কিছু আপগ্রেড আছে। হেডস-আপ ডিসপ্লে ইউনিট রয়েছে, নয় ইঞ্চি। ইনফোটেইনমেন্ট স্ক্রিন, উন্নত মানের সাউন্ড সিস্টেম, সুজুকি কানেক্ট টেলিমেটিক্স, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট রয়েছে। সেই সঙ্গে ওয়্যারলেস ফোন চার্জিং, ইঞ্জিন স্টার্ট-স্টপ, ক্রুজ কনট্রোল রয়েছে।

নতুন ফ্রঙ্কসের ভিডিয়ো রিভিউ দেখে নিন:

Maruti Suzuki Fronx: নিরাপত্তায় জোর

Maruti Suzuki Fronx-এই 360-ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP), EBD-সহ ABS, হিল-হোল্ড অ্যাসিস্ট, চারটি এয়ারব্যাগ রয়েছে। সংস্থার দাবি, ফ্রনক্স HEARTECT প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ফলে এটির কাঠামো তুলনামূলকভাবে বেশি ভাল।

স্টাইলিং

স্টাইলিং যেন এক ভালবাসার কাহিনী। Baleno এবং Grand Vitara-র শুভ পরিণয়। আর তারপর জন্ম নিল সন্তান, Fronx। ফ্রঙ্কস-কে দেখে আপনার এমনটা মনে হতে বাধ্য। সামনে বেশ বড় একটি ক্রোম বার রয়েছে। সেটি যদিও একটু ডেটেড লাগতে পারে। এখন তো সবাই-ই মোটামুটি ব্ল্যাক বা ম্যাট হাইলাইট চান। তবে ভারতীয়দের এখনও ক্রোমের প্রতি একটি আলাদা আগ্রহ রয়েছে।

বড় ফ্রন্ট গ্রিল, স্প্লিট LED DRL ইউনিট, বড় হুইল আর্চ এবং LED টেইল লাইট ইউনিটের কারণে গাড়িটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লাগে। আরও পড়ুন: বিক্রির নিরিখে দেশের সেরা গাড়ি WagonR! ভারতে দিনে ক’টি করে বিক্রি হয় জানেন?

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup