অভিজিৎ গাঙ্গুলির এজলাস থেকে মামলা সরলেও বিচারে প্রভাব পড়বে না: বিকাশরঞ্জন

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে নিয়োগ দুর্নীতির বিচারপ্রক্রিয়ায় কোনও প্রভাব পড়বে না। এমনই দাবি করলেন রাজ্যসভায় সিপিএমের সাংসদ তথা চাকরিপ্রার্থীদের প্রধান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। সোমবার বিকেলে হিন্দুস্তান টাইমস বাংলাকে একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি।

এদিন বিকাশবাবু বলেন, সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে নির্দেশ দেয়নি। আদালত কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে। এটা বিচারবিভাগীয় প্রশাসনের ব্যাপার। এ নিয়ে অন্য কারও মন্তব্য করা উচিত নয়।

শেষ পর্যন্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলাগুলি সরলে কি তদন্তে কোনও প্রভাব পড়তে পারে? বিকাশবাবু বলেন, একেবারেই পড়বে না। কারণ, সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে তদন্তে তারা কোনও হস্তক্ষেপ করবে না। তদন্ত তদন্তের মতো চলবে। হয়তো এজসাল বদলাবে। সে তো যে কোনও সময় বদলাতেই পারে। তাতে বিচারপ্রক্রিয়ায় কোনও প্রভাব পড়বে না। আদালতের ওপর আমাদের আস্থা অটুট।

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এক পর্যবেক্ষণে জানিয়েছে, তিনি যদি এমনটা করে থাকেন (বিচারাধীন বিষয়ে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে থাকেন) তাহলে তিনি আর (শুনানিতে) অংশগ্রহণ করতে পারবেন না। আমরা তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করব না। কিন্তু যখন বিচারপতি আবেদনকারীর বিরুদ্ধে টেলিভিশন বিতর্কে তাঁর মন্তব্য জানান তার পর তিনি আর বিষয়টির শুনানি করতে পারেন না। হাইকোর্টের প্রধান বিচারপতির একটি নতুন বেঞ্চ গঠন করতে হবে। এটি একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে জড়িত মামলা। বিচারপতি আচরণের জন্য আমাদের এব্যাপারে হস্তক্ষেপ করতে হয়েছে। এটা ঠিক নয়’।