Sikkim Tour: মাত্র ১৯০ টাকায় ঘুরে আসুন সিকিম, জেনে নিন সস্তায় কীভাবে যাবেন গ্যাংটক?

শিলিগুড়ি থেকে সস্তায় সিকিম যেতে চাইছেন? মাত্র ১৯০ টাকায় আপনি শিলিগুড়ি থেকে সিকিম পৌঁছে যেতে পারবেন। তারই খোঁজ থাকল এবার। অনেকেই গরমের হাত থেকে বাঁচতে গ্যাংটক, নামচি, পেলিং যেতে চাইছেন। তাঁদের অত্যন্ত সুবিধা হবে। কিন্তু কীভাবে সস্তায় সিকিম যাবেন?

সাধারণত পর্যটকরা এনজেপিতে নামার পরে সেখান থেকে গাড়িতে চেপে গ্যাংটক য।ওয়ার চেষ্টা করেন। আবার অনেকে ভারি লাগেজ নিয়ে চলে আসেন তেনজিং নোরগে বাস টার্মিনাসে। সেখান থেকে তারা গাড়ি ভাড়া করেন সিকিম যাওয়ার জন্য। কিন্তু সেই ভাড়াও নেহাত কম নয়। সেক্ষেত্রে বিকল্প কোন ব্যবস্থাপনায় সস্তায় আপনি সিকিম যেতে পারেন? তারই সুলুক সন্ধান থাকল এবার।

আপনি যদি শিলিগুড়ি থেকে সিকিম গাড়িতে যেতে চান তবে তিন থেকে চার হাজার টাকা খরচ হতে পারে। কিন্তু সস্তায় সিকিম যাওয়ার ব্যবস্থাও রয়েছে। এক্ষেত্রে আপনাকে এসএনটি বাস টার্মিনাসে আসতে হবে। শিলিগুড়ির প্রধাননগরে রয়েছে এই বাস টার্মিনাস। এখান থেকে সিকিম যাওয়ার সরকারি বাস ছাড়ে। বেশ কম ভাড়ায় আপনি এই বাসে চেপে সহজেই সিকিম চলে যেতে পারেন।

এখানে নন এসি ও এসি দুধরণের বাসই পাবেন। যে কোনও একটি ধরে ফেললেই হল। সিকিম সরকারের বেশ আরামদায়ক বাস। লাগেজ রাখারও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সেই বাসে চেপে চারপাশে পাহাড় দেখতে দেখতে চলে যেতে পারেন সিকিমে। ছবির মতো সুন্দর জায়গা। এতে আপনার বেড়াতে যাওয়ার খরচ অনেকটাই বাড়বে।

সিকিম ন্যাশানালাইজড ট্রান্সপোর্টের বাস চলাচল করে শিলিগুড়ি থেকে। বহু পর্যটক এই বাসে চেপেই সিকিম যান। পেলিং, গ্যাংটক, রাবাংলা, মঙ্গন, জোড়থাং, রংলি, পাকিয়াং সহ সিকিমের বিভিন্ন প্রান্তে এই বাস যায়। সরাসরি শিলিগুড়ি থেকে এই বাস যায় সিকিমে।

শিলিগুড়ি থেকে সিকিম যেতে ভাড়া পড়বে মাথাপিছু ১৯০ টাকা। গ্যাংটকের ভাড়া ১৯০ টাকা। সকাল ৮টায় সিকিম যাওয়ার এসি বাস ছাড়ে। সেই বাসের ভাড়া ৩৫০ টাকা। বেলার দিকে গ্যাংটক যাওয়ার বাস ৩০০ টাকাতেও আছে। মঙ্গন যাওয়ার বাসের ভাড়া ৩৮৫ টাকা। পেলিং যাওয়ার বাসের ভাড়া ২২৫ টাকা। নামচি যাওয়ার বাস ভাড়া ২৫০ টাকা। জোড়থাং যাওয়ার বাসও ছাড়ে এখান থেকেই। আবার সিকিম থেকে শিলিগুড়ি ফেরার বাসও পাবেন। তবে যাওয়ার আগে এসএনটি টার্মিনাস থেকে আগাম সবটা জেনে নিন। 

সব মিলিয়ে সস্তায় সিকিম যেতে হলে আপনি সরকারি বাসে চাপতেই পারেন। চারপাশে মন ভরানো প্রাকৃতিক দৃশ্য। তার মধ্যে দিয়ে রাস্তা। বাসে চেপে গ্যাংটক যাওয়ার স্মৃতি আপনার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে।