IPL 2023: Faf Du Plessis Lead The Orange Cap List, David Warner At Third Find Out Top Five


হায়দরাবাদ : সুযোগ ছিল বেশ খানিকটা এগিয়ে যাওয়ার। তবে তেমনটা করতে ব্যর্থ হলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে অবশ্য রান-ব্যবধান খানিকটা কমালেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০ বলে ২ টি চার ও ১টি ছয়ের সুবাদে ২১ রানের ইনিস খেলেন ওয়ার্নার। যে ইনিংসের সুবাদে আপাতত ৭ ম্যাচের শেষে ৩০৬ রান তাঁর। এবারের আইপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে ৩০০ রানের গণ্ডি টপকে গেলেও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে তিন নম্বরেই থাকতে হচ্ছে ডেভিড ওয়ার্নারকে। তাঁর ঠিক আগে রয়েছেন ডেভন কনওয়ে (Devon Conway)। আপাতত ৭ টি খেলার শেষে কনওয়ে করে ফেলেছেন ৩১৪ রান। আর এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষেই রইলেন ফাফ ডু’প্লেসির (Faf Du Plessis)।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক ফাফ ডু প্লেসি তাদের শেষ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ম্যাচেও ফের একবার অর্ধশতরান হাঁকিয়েছেন। যে খেলায় ৩৯ বলে ৬২ রানের দুরন্ত ইনিংসের সুবাদে এই মুহূর্তে ৭ ম্যাচের শেষে ৪০৫ রান রয়েছে এই প্রোটিয়া ব্যাটারের ঝুলিতে। এখনও পর্যন্ত তাঁর সর্বোচ্চ স্কোর ৮৪ রান। এখনও পর্যন্ত পাঁচটি অর্ধশতরানের সুবাদে আইপিএল ২০২৩-র অরেঞ্জ ক্যাপ দখলের দৌড়ে এই মুহূর্তে বাকিদের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন ফাফ। একমাত্র ব্যাটার হিসেবে ৭ ম্যাচের মধ্যেই ৪০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন প্রোটিয়া এই ব্যাটার। এদিকে, রাজস্থানের বিরুদ্ধে রানের খাতা খুলতে না পারলেও ৭ ম্যাচে ২৭৯ রানের সুবাদে অরেঞ্জ ক্যাপের তালিকায় চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি। সঙ্গে কেকেআরের বিরুদ্ধে ২০ বলে ৩৫ রানের ইনিংসের সুবাদে ৭ ম্যাচে ২৭০ রান করে ফেলে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সিএসকে-র অপর ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। 

এদিকে, অরেঞ্জ ক্যাপ দখলের তালিকায় কেএল রাহুল (২৬২ রান), বেঙ্কটেস আইয়ার (২৫৪ রান), গ্লেন ম্যাক্সওয়েল (২৫৩ রান), জস বাটলার (২৪৪ রান) ও কাইল মায়ার্স (২৪৩ রান) যথাক্রমে ছয় থেকে দশ নম্বরে রয়েছেন।                             

আরও পড়ুন- দুর্গম অন্নপূর্ণা জয় কীভাবে ? অভিজ্ঞতা শুনিয়ে পিয়ালি বসাক তৈরি হচ্ছেন মাকালু অভিযানে