Syllabus: বাদ দিয়েছে NCERT, তবুও মুঘলদের ইতিহাস, গুজরাট দাঙ্গা স্কুল সিলেবাসে পড়াবে এই রাজ্য

ন্যাশানাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ( NCERT) রাজ্যের স্কুলে সিলেবাস থেকে যে অংশগুলি বাদ দিয়েছে সেগুলিকে কেরল সরকার ফের সংযুক্ত করে দেবে। কেরল স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং( SCERT) কারিকুলাম স্টিয়ারিং কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই এব্য়াপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সেই মিটিংয়ে এনসিআরটি যে অংশগুলি সিলেবাস থেকে বাদ দিয়েছে সেব্যাপারে আলোচনা হয়েছিল। কমিটি এরপর জনশিক্ষা মন্ত্রী ভি সিভানকুট্টিকে দায়িত্ব দেয় যাতে তিনি সরকারের সঙ্গে এব্যাপারে আলোচনা করে যাবতীয় সিদ্ধান্ত নেন।

এদিকে আগেই মন্ত্রী জানিয়েছিলেন, কেরলের স্কুল সিলেবাসে রাজ্য সরকার আবার বাদ দেওয়া অংশগুলি জুড়ে দেবে। এদিকে এনসিইআরটি ইতিমধ্যে পাঠ্যবই থেকে মুঘল ইতিহাস, গুজরাজ দাঙ্গা. ডারউইনের বিবর্তনবাদকে বাদ দেওয়ার কথা জানিয়েছিল। তবে সেগুলি কেরলের পাঠ্যবই থেকে বাদ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেরলের শিক্ষামন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলি পড়ানোর অনুমতি না দিলে রাজ্য সরকার নিজেই স্বাধীনভাবে এই বইগুলি ছাপাবে।

একটি সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যদি ওই বিষয়গুলি পড়ার অনুমতি না দেয় তবে রাজ্য সরকার নিজেই বই ছাপাতে পারে। শিক্ষক সংগঠনও মনে করছে এই ধরনের বিষয়গুলি পড়ানো দরকার।

এদিকে গুজরাট দাঙ্গা ও মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ানোর ব্যাপারে কেরলের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কেরল সাংবিধানিক ও ধর্মনিরপেক্ষতাকে গুরুত্ব দেয়। কেরল মনে করছে মুঘল ইতিহাস, গুজরাট দাঙ্গার মতো বিষয়কে পড়ানো দরকার। মন্ত্রী জানিয়েছেন, কীভাবে এগুলি পড়ানো হবে তা নিয়ে ভেবে দেখছে কেরল সরকার। এই বিষয়গুলিকে পাঠ্যবই থেকে বাদ দেওয়ার বিষয়টিতে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup