অভিধানে বিশেষণ হিসেবে যুক্ত হলো পেলের নাম 

বিশ্বসেরা ফুটবলার তিনি। তিনটি বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার হওয়ায় তার ক্যারিয়ারে জুটেছে অনেক তকমাও। বলা হচ্ছে প্রয়াত ব্রাজিল কিংবদন্তি পেলের কথা। সেই ফুটবলারের নামটিই এখন পর্তুগিজ এক অভিধানে ব্যবহার হচ্ছে বিশেষণ হিসেবে। এখন থেকে কারও গুণ বোঝাতে ‘অসাধারণ, অতুলনীয়, অনন্য’ এর সমার্থক হিসেবে ব্যবহৃত হবে পেলের নাম। যেমন- বাস্কেটবলের সেরা বোঝাতে বলা হবে, তিনি বাস্কেটবলের পেলে। 

অসাধারণ এই উদ্যোগটি গ্রহণ করেছে ব্রাজিলের অন্যতম জনপ্রিয় পর্তুগিজ অভিধান মিশেলিস ডিকশনারি। তাদের অনলাইন সংস্করণে ‘পেলে’ নামটি বিশেষণ হিসেবে যুক্ত হয়েছে। 

ব্রাজিল কিংবদন্তি কোলন ক্যানসারের কাছে হার মেনে পরপারে পাড়ি জমিয়েছেন গত ডিসেম্বরে। নিজের অনন্য কীর্তিতে অমর হয়ে আছেন। তার পরেও পেলের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ এক ক্যাম্পেইনের আয়োজন করে পেলে ফাউন্ডেশন। সেই ক্যাম্পেইনে ১ লাখ ২৫ হাজার স্বাক্ষর যোগাড়ের পরই পেলের নামটি অভিধানে যুক্ত করা হয়েছে। 

আনুষ্ঠানিকভাবে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মিশেলিস ডিকশনারির প্রকাশকগণ। তারা জানিয়েছেন, অনলাইন সংস্করণে দ্রুতই নামটি বিশেষণ হিসেবে অন্তর্ভুক্ত হবে। আর প্রিন্ট কপিতে যুক্ত হবে পরবর্তী সংস্করণে।