IPL 2023: Know The Points Table Team Position, Statistics And Other Records After Match 37


কলকাতা: বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসকে (CSK) ৩২ রানে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সেই সঙ্গে ওলটপালট হয়ে গেল আইপিএলের পয়েন্ট টেবিল।

কীরকম?

বড় ব্যবধানে ম্যাচ জিতে শীর্ষে উঠে এল রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচের মধ্যে ৫টি জিতেছেন সঞ্জু স্যামসনরা। তাঁদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট। নেট রান রেটেও বেশ এগিয়ে রাজস্থান। +০.৯৩৯। দুইয়েই থেকে গেল গুজরাত টাইটান্স। আর ম্যাচ হেরে ধোনিরা নেমে গেলেন তিন নম্বরে।

আইপিএলের (IPL 2023) ইতিহাসে এরকম হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা গিয়েছে। যেখানে টুর্নামেন্টের প্রায় মাঝপথে এসেও কোন

ও দল ধরাছোঁয়ার বাইরে নয়।

বৃহস্পতিবারের আগে পর্যন্ত পরপর তিন ম্যাচ জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। তবে এদিন হেরে গেলেন। ৮ ম্যাচের মধ্যে ৫টি জয়। ১০ পয়েন্ট পেয়ে প্লে অফের দৌড়ে থেকে গেল সিএসকে। ধোনিদের নেট রান রেট +০.৩৭৬।

মহেন্দ্র সিংহ ধোনিদের সমান পয়েন্ট হার্দিক পাণ্ড্যদেরও। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৫ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিয়েছে গুজরাত টাইটান্স। ৭ ম্যাচ খেলে ৫টি ম্যাচ জিতে ১০ পয়েন্ট গুজরাতের। তাদের নেট রান রেট +০.৫৮০। 

পয়েন্ট টেবিলে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল, ১০ পয়েন্টে রয়েছে ৩টি দল। ৮ পয়েন্টে রয়েছে ৩টি দল। শুধুমাত্র রান রেটের সামান্য় হেরফেরে কেউ রয়েছে চারে, কেউ ছয় নম্বরে।

লখনউ সুপার জায়ান্টস রয়েছে চার নম্বরে। ৭ ম্যাচ খেলে ৪টি জিতেছেন কে এল রাহুলরা। তাঁদেরও পয়েন্ট ৮। লখনউয়ের নেট রান রেট +০.৫৪৭। এক ম্যাচ বেশি খেলে বিরাট কোহলিদেরও পয়েন্ট ৮। ৪টি ম্যাচ জেতার সুবাদে। তবে নেট রান রেটে লখনউয়ের চেয়ে একটু পিছিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোহলিদের নেট রান রেট -০.১৩৯। পাঁচ নম্বরে রয়েছেন বিরাটরা।

ছয় নম্বরে রয়েছেন স্যাম কারানরা। তাঁর দল পাঞ্জাব কিংস ৭ ম্যাচের মধ্যে ৪টি জিতেছেন। হেরেছেন ৩টি ম্যাচে। কারানদের ঝুলিতেও ৮ পয়েন্ট। তবে রান রেটে সামান্য পিছিয়ে পাঞ্জাব। – ০.১৬২। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত নম্বরে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের নেট রান রেট – ০.০২৭।

আরও পড়ুন: স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?

সাত ম্যাচের মধ্যে তিনটি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রোহিত শর্মারা। তাঁদের পয়েন্ট ৬। রোহিতদের নেট রান রেট – ০.৬২০। তালিকার শেষ দুটি দল হল সানরাইজার্স হায়দরাবাদ (৭ ম্যাচে ৪ পয়েন্ট) ও দিল্লি ক্যাপিটালস (৭ ম্যাচে ৪ পয়েন্ট)।

আরও পড়ুন: ইডেনে ক্রিকেটার হিসাবে এই হয়তো শেষ, বাংলায় বলে গেলেন ধোনি