রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত রিকশা চালকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে মোটরসাইকেলের ধাক্কায় আহত মো. মানিক (৩০) নামে রিকশা চালকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে মারা যান তিনি।এসব নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, ‘মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’

মানিকের বাবা শাহিন ও তার বন্ধুরা জানান, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে ধানমন্ডি ১৫ নম্বরের কে বি স্কয়ার মার্কেটের সামনে ঘটনাটি ঘটে। সে সময় নিজের ব্যাটারিচালিত রিকশাটিকে রাস্তার পাশে রেখে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন মানিক। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতাল, পরে সেখান থেকে দালালের সহায়তায় রাজারবাগ পুলিশ হাসপাতালের পাশে বিএনকে হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফের ঢামেক হাসপাতালে নেয়া হয় তাকে।

মানিকের বন্ধু সাদ্দাম হোসেন জানান, ফয়সাল নামে মোটরসাইকেল চালক সামান্য আহত হয়ে ঘটনার দিন প্রাথমিক চিকিৎসা দিয়ে চলে গেছেন।

মানিকের বাবার অভিযোগ, ঢামেক হাসপাতালে নেওয়ার পর দুই-তিন যুবক তাকে জানায়, জরুরি ভিত্তিতে আইসিইউ লাগবে। পরে তারা মানিককে নিয়ে যায় রাজারবাগ পুলিশ হাসপাতালের পাশে বিএনকে হাসপাতালে। সেখানে একদিন রাখে। এক দিনে প্রায় ১ লাখ টাকা বিল করে ওই হাসপাতাল। ধারদেনা করে টাকা যোগাড় করে বিল পরিশোধের পর আবার ঢামেক হাসপাতালে এনে ছেলেক ভর্তি করাই।

তিনি বলেন, ‘ঢামেকে দালালের পাল্লায় পড়ে টাকাও গেল, ছেলেকেও হারালাম।’

মানিক হাজারীবাগ গজ মহল এলাকার স্থায়ী বাসিন্দা রাজমিস্ত্রি মো. শাহিনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে মানিক ছিল বড়। চার বছর ও পাঁচ মাস বয়সী দুই ছেলে সন্তানের জনক ছিলেন তিনি।

হাসপাতালের একজন নাম না প্রকাশের শর্তে বলেন, ‘এখানে দালালচক্র আছে। তারা রোগীর স্বজনদের ভুলভাল বুঝিয়ে রোগীকে বাইরের ক্লিনিকে নিয়ে সর্বশান্ত করে ফেলে। এতে হাসপাতালের অনেকেই জড়িত। তারাও ভাগ পান। চক্রটি হাসপাতালের অ্যাম্বুলেন্সও ব্যবহার করে।’