MLAs pass Class 12 Exam: দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা পাশ করলেন ২ প্রাক্তন বিধায়ক! বয়স ৫০ পার করে হল লক্ষ্য পূরণ

কথায় বলে, পড়াশোনার কোনও বয়স হয় না। আর সেই কথাকে কার্যত সত্যি করে দেখালেন উত্তরপ্রদেশের দুই নেতার। ৫০ এর ঘরে বয়স। তবে পড়াশোনা নিয়ে আগ্রহ তাঁদের রয়ে গিয়েছে। এই বয়সে এসে তাঁরা পাশ করলেন দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। এই ঘটনা হস্তিনাপুরের বিধায়ক প্রভুদয়াল বাল্মিকীর আর বিথরি চৈনপুরের রাজেশ মিশ্রর। 

বারেলি জেলার বিথরি চৈনপুর এলাকার প্রাক্তন বিধায়ক ছিলেন রাজেশ মিশ্র। ৫৫ বছরের রাজেশ মিশ্র ২০২৩ সালে এসে পাশ করলেন দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। তাঁর প্রাপ্ত নম্বর ৫০০ এর মধ্যে ২৬৩। অন্যদিকে, হস্তিনাপুরের প্রভুদয়াল বাল্মীকিও এই পরীক্ষায় বসেন। তিনি পেয়েছেন সেকেন্ড ডিভিশন। 

উল্লেখ্য, সদ্য অভিষেক বচ্চন অভিনীত ফিল্ম ‘দসভি’ মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। সেখানে দেখা যায়, এক রাজ্যের নেতা জেলে বসে তাঁর বাকি পড়াশোনা শেষ করার উদ্যোগ নিচ্ছেন। সেই ফিল্মে নেতার পড়াশোনা করার উদ্যোগ মুখ্য হয়ে ওঠে। বাস্তবের মাটিতেও উত্তর প্রদেশের এই দুই প্রাক্তন বিধায়কের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করার ঘটনা খুবই প্রাসঙ্গিক। বিথরি চৈনপুর আসনের রাজেশ মিশ্র বলছেন,’দুই বছর আগে, দুই বছর আগে আমি দশম শ্রেণির বোর্ড পরীক্ষা পাশ করেছি আর এখন আমি দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করলাম। আমি এবার এলএলবি পড়তে চাই, যাতে আইন বিষয়ে গরীবদের সেবা করা যায়।’ প্রসঙ্গত, তিনি উত্তর প্রদেশের বিথরি চৈনপুর আসন থেকে ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বিধায়ক ছিলেন। তিনি যদিও তিনটি বিষয়ে তাঁর প্রাপ্ত নম্বর নিয়ে সেভাবে সন্তুষ্ট নন। আর সেই কারণেই তিনি বলছেন, ‘আমি ড্রইং ডিজাইনিং, সিভিকস, এজুকেশন নে প্রাপ্ত নম্বন নিয়ে সন্তুষ্ট নই। আমি উত্তরপ্রত্র স্ক্রুটিনি করতে দেব।’ ভারাতুয়াল গ্রামের বাসিন্দা রাজেশ মিশ্রকে অনেকেই উত্তর প্রদেশের রাজনীতিতে পাপ্পু ভারাতুয়াল নামে চেনেন। তাঁর প্রাপ্ত নম্বর নিয়ে আলোচনা কম হয়নি সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, সোশিওলজিতে তিনি পেয়েছেন ৮১, আর ৫৭ পেয়েছেন হিন্দিতে। এমন এক নেতার দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ হওয়ার খবরে তাঁর সমর্থকদের উচ্ছ্বাসও ছিল দেখার মতো। 

এদিকে, মেরঠের হস্তিনাপুরের দু’বারের বিধায়ক প্রভুদয়াল বাল্মীকি। তাঁকে অই দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে উৎসাহ যুগিয়েছেন স্থানীয় অধ্যাপক বন্দনা শর্মা। বাগপাটের আদর্শ ইন্টার কলেজ থেকে তিনি পাশ করেছেন। তাঁর প্রাপ্ত নম্বরের ডিভিশন হল, সেকেন্ড ডিভিশন। ৫৯ বছর বয়সী প্রভুদয়াল বলছেন, তাঁর আদর্শ হলেন ভিমরাও আম্বেদকর। তাঁর মতে পড়াশোনার বয়স বলে কিছু হয় না।