Malda Gunman: মালদার স্কুলের বন্দুকবাজ ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণির ছাত্রের বাবা

মালদার স্কুলের বন্দুকবাজ স্কুলেরই দ্বাদশ শ্রেণির ছাত্রের বাবা। এমনই জানালেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। যার ফলে ওই ব্যক্তিকে দেখে কারও কোনও সন্দেহ হয়নি বলে জানান তাঁরা। বুধবার পুলিশকর্মীরা অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার পরেও স্কুল জুড়ে আতঙ্কের ছায়া। যে ক্লাসে ঘটনাটি ঘটেছে তার সামনে পড়ে রয়েছে বন্দুকবাজের জুতো। স্কুলে বসেছে পুলিশ পিকেট।

বুধবার বিকেলে পুরাতন মালদার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ২টি বন্দুক নিয়ে ঢুকে পড়েন এক ব্যক্তি। তার পর স্কুলের একটি ক্লাসরুমে ঢুকে ছাত্রছাত্রীদের পণবন্দি করেন তিনি। দাবি করেন, তাঁর ছেলেকে পণবন্দি করেছে কেউ বা কারা, তাঁকে ছাড়া না হলে স্কুলের ছাত্রছাত্রীদেরও ছাড়বেন না তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রায় ১ ঘণ্টা নাটকের পর অভিযুক্তকে কোনওক্রমে নিরস্ত করে তারা। অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় কোতয়ালি থানায়।

বুধবার বিকেলেও ঘটনার অভিঘাত কাটিয়ে উঠতে পারেননি স্কুলে শিক্ষকরা। যে শিক্ষিকা ঘটনার সময় ক্লাস নিচ্ছিলেন তিনি বলেন, ওই ব্যক্তি স্কুলেরই এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা। আমি সেই পরীক্ষার্থীকে চিনি। আমি যখন ক্লাস নিতে ঢুকি তখন দেখি উনি ক্লাসের সামনে মাঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আমি ভেবেছি কোনও কাজে এসেছেন বোধ হয়। কিছুক্ষণ পর আমি যখন ছাত্রছাত্রীদের খাতা দেখছিলাম তখন দেখি উনি বন্দুক হাতে দরজার সামনে দাঁড়িয়ে। প্রথমে ভেবেছিলাম মজা করছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারি ব্যাপারটা গুরুতর। তখন ক্লাসের সামনে দিয়ে যাচ্ছিলেন একজন শিক্ষক। তাঁকে ইঙ্গিত করে প্রধান শিক্ষককে জানাতে বলি।

বুধবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্কুলে বসেছে পুলিশ পিকেট। যে ক্লাসে ঘটনাটি ঘটেছে তার দরজার সামনে পড়ে রয়েছে অভিযুক্তের জুতোজোড়া।