WBJEE 2023 Special Trains: রাজ্য জয়েন্ট পরীক্ষার জন্য চালানো হবে বাড়তি লোকাল ও এক্সপ্রেস ট্রেন, জানুন সূচি

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য বাড়তি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিল রাজ্য জয়েন্ট পরীক্ষার থাকার কারণে শিয়ালদা ডিভিশনে বাড়তি লোকাল ট্রেন চালানো হবে। রবিবার সকাল ৮ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত (প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময়) যে সব ট্রেন লোকাল ট্রেন বাতিল থাকে, সেগুলি চলাচল করবে। অর্থাৎ সাড়ে ১০ ঘণ্টা সপ্তাহের অন্য কর্মদিবসের মতো লোকাল ট্রেন চলবে। সেইসঙ্গে একটি দূরপাল্লার স্পেশাল ট্রেনও চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

আগামী রবিবার (৩০ এপ্রিল) রাজ্য জয়েন্ট পরীক্ষা হবে। দুটি শিফটে পরীক্ষা হবে। প্রথম শিফটে সকাল ১১ টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর একটা পর্যন্ত। রাজ্য জয়েন্টের দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর দুটো থেকে। বিকেল চারটে পর্যন্ত পরীক্ষা চলবে। সেই পরীক্ষার যেমন শিয়ালদা ডিভিশনে বাড়তি লোকাল ট্রেন চালানো হবে, তেমনই হাওড়া এবং পাটনার মধ্যে এক জোড়া স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

আরও পড়ুন: Download WBJEE Admit Card: প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড, ডাউনলোড করুন এখান থেকে

– ০৩২৫২ পাটনা-হাওড়া পরীক্ষা স্পেশাল ট্রেন: শনিবার (২৯ এপ্রিল) দুপুর ২ টোয় পাটনা থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। যা রাত ১১ টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। 

– ০৩২৫১ হাওড়া-পাটনা পরীক্ষা স্পেশাল ট্রেন: রবিবার (৩০ এপ্রিল) রাত ১১ টায় হাওড়া থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। যা পরদিন সকাল ১০ টায় পাটনায় পৌঁছাবে।

যাত্রাপথে কোন কোন স্টেশনে দাঁড়াবে ০৩২৫১/০৩২৫২ হাওড়া-পাটনা-হাওড়া পরীক্ষা স্পেশাল ট্রেন দাঁড়াবে?

আপ-ডাউন দুটি ট্রেনই যাত্রাপথে বখতিয়ারপুর, মোকামো, লুক্কেসরাই, কিউল, ঝাঝা, জসিডি, মধুপুর, চিত্তররঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এবং ব্যান্ডেল স্টেশনে দাঁড়াবে।

কীভাবে বুকিং করতে হবে (ট্রেনের টিকিট কাটতে হবে)?

স্পেশাল ট্রেনে জেনারেল বগি (দ্বিতীয় শ্রেণি), স্লিপার ক্লাস এবং এসি কোচ থাকবে। ইতিমধ্যে রেল স্টেশনের টিকিট কাউন্টার এবং অনলাইনে ০৩২৫১ হাওড়া-পাটনা পরীক্ষা স্পেশাল ট্রেনের টিকিট মিলছে। স্পেশাল ট্রেন হওয়ায় বাড়তি ভাড়া গুনতে হবে। তৎকাল বুকিং হবে না।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)