ম‌ঞ্চে উঠে নোবেলের অস্বাভাবিক আচরণ, অনুষ্ঠান পণ্ড (ভিডিও)

মঞ্চের বাইরে ব্যক্তিজীবনে ও সোশ্যাল হ্যান্ডেলে ‘সারেগামাপা’ খ্যাত নোবেলের অস্বাভাবিক জীবনাচরণের বিষয়টি নতুন নয়। এবার তার পুরোটাই ঘটলো খোদ মঞ্চে। যার শিকার হতে হলো উপস্থিত শ্রোতা-দর্শক আর আয়োজকদের। এমনকি নোবেলের ‘অস্বাভাবিক’ আচরণ থেকে রেহাই পায়নি মঞ্চের মাইক্রোফোন স্ট্যান্ডটিও!

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে কুড়িগ্রাম ফুলবাড়ী ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে। অভিযোগ উঠেছে, এদিন রাত ১১টার পরে অনুষ্ঠানের মূল চমক হিসেবে মঞ্চে ওঠেন নোবেল। কিন্তু উঠেই তিনি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। কখনও নিজের চোখের সানগ্লাস পাঞ্জাবির বুকে ঝুলিয়ে সেটি খুঁজে হয়রান, কখনও মাইক্রোফোন স্ট্যান্ডটিকে আছড়ে ভেঙে ফেলছেন, কখনও মঞ্চের ওপর সজোরে লাথি হাঁকান। আর কণ্ঠে জড়িয়ে যাওয়া গানের কথা-সুর। গাইতে গাইতে বসেও পড়ছেন মঞ্চে!

বিপরীতে দর্শক সারি থেকে জুতো, পানির বোতল আর ভুয়া ধ্বনিতে প্রতিবাদ! নোবেলের এমন কর্মকাণ্ড মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছ‌ড়ি‌য়ে পড়ে ভিডিও আকারে। এতে সমালোচনার ঝড় ওঠে।

ঘটনার সত্যতা স্বীকার ক‌রে আ‌য়োজক ক‌মি‌টির পক্ষ থেকে দুঃখ প্রকাশ ক‌রে‌ছেন পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু।

ক‌লে‌জের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, ডকুমেন্টরি প্রদর্শন, র‌্যাফেল ড্র এবং ঢাকা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে রাত ১১টার পরে ম‌ঞ্চে ওঠেন গায়ক নোবেল। 

কনসার্টে থাকা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলাপ করে জানা যায়, রাত ৯টার দিকে নো‌বে‌লের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু তিনি এলেন ১১টা ২০ মিনিটে। মঞ্চে উঠে তি‌নি বলেন, ‘দ্বিতীয়বার কুড়িগ্রামে আসলাম। এর আগে এসেছিলাম, তোমাদের সাথে দেখা হয়নি। সুদূর ইন্ডিয়ার বর্ডার লাইনে থেকে গেছিলাম। তোমাদের কারও সাথে দেখা হয়নি। এবার দেখা হলো আলহামদুলিল্লাহ।’ 

এসময় তার কথাগুলো অসংলগ্ন শোনায়। 

দর্শক সা‌রি‌তে থাকা ক‌য়েকজন জানান, ম‌ঞ্চে ওঠার পর নোবেল তার চশমা খুলে পাঞ্জাবির কলারে রাখ‌লেও ‘আমার চশমাটা কই’ বলে চিৎকার করেন। পরে চশমা পেয়ে চোখে পরে ‘সে যে আমার জন্মভূমি’ গানটি শুরু করেন। এ সময় তিনি ম‌ঞ্চে থাকা মাইক্রোফোনের স্ট্যান্ড আছড়ে ভেঙে ফেলেন কোনও কারণ ছাড়াই। তারপর স্টেজে দু’পা তুলে প্যারেড করার মতো সজোরে লাথি মার‌তে থা‌কেন এবং অস্বাভাবিক আচরণ শুরু ক‌রেন। এ অবস্থা‌তেই তিনি গান ধরেন ‘কারার ওই লৌহ কপাট’। গানের একপর্যায়ে তিনি মঞ্চে বসে পড়েন! তার এমন আচরণে ক্ষিপ্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন নোবেলের দিকে। পরে আয়োজকরা নোবেলকে মঞ্চ থে‌কে সরিয়ে নিয়ে যান।

অভিযোগ ও অনুষ্ঠান পণ্ড হওয়ার বিষয়ে শিল্পী নো‌বে‌লের বক্তব্য পাওয়া যায়নি। তবে পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু ব‌লেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক। আ‌য়োজক ক‌মি‌টির পক্ষ থে‌কে আমি দর্শক ও জেলাবাসীসহ সক‌লের কা‌ছে আন্ত‌রিকভা‌বে দুঃখ প্রকাশ কর‌ছি। কেন এমন ঘটনা ঘট‌লো তা নিয়ে আমরা আজ (শুক্রবার) বৈঠ‌কে বস‌বো।’

এর আগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান,কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, সদস্য সচিব ও জসিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী প্রমুখ।