মাঠে পড়েছিল যুবকের হাত-পা বাঁধা মরদেহ

গাজীপুরে হাত-পা বাঁধা অবস্থায় সিয়াম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে দক্ষিণ ছায়াবীথি ফনিরটেক (নিরিবিলি) মাঠ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সিয়াম গাজীপুর মহানগরীর ছোট দেওড়া পূর্ব পাড়া এলাকার সামছুদ্দিনের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, স্থানীয়রা দক্ষিণ ছায়াবীথির নিরিবিলি মাঠে হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই মাঠে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে যায়।

ওসি আরও জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।