Wrestlers Protest at Jantar Mantar: ফের আন্দোলনের পথে কুস্তিগীররা, ‘ন্যায়বিচার’ চেয়ে সরব নীরজ চোপড়া-কপিল দেব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত সপ্তাহে, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট এবং সাক্ষী মালিক সহ ভারতের শীর্ষ কুস্তিগীররা কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে তাদের আন্দোলন ফের শুরু করেছিলেন। যৌন হেনস্থার তদন্তের জন্য একটি তদারকি কমিটি গঠনের পরে তারা তাদের অবস্থান বিক্ষোভ শেষ করেন তিন মাস আগে। ফের তিন মাস পরে শুরু হয়েছে তাঁদের আন্দোলন। প্রতিবাদী কুস্তিগীররা রবিবার যন্তর মন্তরে ফিরে আসেন, এবং ডব্লিউএফআই প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ও চেয়েছিলেন। কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট বিজেপির সাংসদও।

কুস্তিগীররা সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চালিয়ে যাওয়ার পাশাপাশি ভারতের একমাত্র অলিম্পিক ট্র্যাক-এন্ড-ফিল্ড স্বর্ণপদক বিজয়ী নীরজ চোপড়া তাদের সমর্থনে এগিয়ে এসেছেন। তার অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে চোপড়া বলেছেন যে তার সহকর্মী ক্রীড়াবিদদের ‘ন্যায়বিচারে’র দাবিতে রাস্তায় নেমে আসতে দেখে তিনি দুঃখিত। পাশাপাশি তিনি এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন।

চোপড়া লিখেছেন, ‘আমাদের ক্রীড়াবিদদের রাস্তায় বিচারের দাবিতে দেখে আমি দুঃখিত। তারা আমাদের মহান দেশের প্রতিনিধিত্ব করতে এবং আমাদের গর্বিত করার জন্য কঠোর পরিশ্রম করেছে। একটি দেশ হিসাবে, আমরা প্রত্যেক ব্যক্তির অখণ্ডতা এবং মর্যাদা রক্ষা করার জন্য দায়ী, ক্রীড়াবিদ হোক বা না হোক’।

 

আরও পড়ুন: WATCH | Rinku Singh | Virat Kohli: ম্যাচের পর রিঙ্কু ছুঁলেন ‘রাজা’র পা! নাইটের বিরাট শ্রদ্ধায় থ নেটিজেনরা

তিনি আরও বলেন, ‘যা ঘটছে তা কখনই হওয়া উচিত নয়। এটি একটি সংবেদনশীল সমস্যা, এবং একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ পদ্ধতিতে মোকাবেলা করা আবশ্যক। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।‘

ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবও কুস্তিগীরদের জন্য তার সমর্থন জানানোর জন্য তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি স্টোরি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘তারা কি কখনও ন্যায়বিচার পাবে?’ অন্যান্যদের সঙ্গে বজরং এবং ভিনেশের একটি সাংবাদিক সম্মেলনের একটি ছবি সঙ্গে পোস্ট করেন তিনি।

আরও পড়ুন: Erling Haaland: সবুজ মাঠে ছুটছে অশ্বমেধের ঘোড়া! সোনালি চুল উড়িয়ে রেকর্ডের পর রেকর্ড গোলমেশিনের

এর আগে, কুস্তিগীর রবি দাহিয়াও তাঁর সহকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য তার ট্যুইটার অ্যাকাউন্টে লিখেছিলেন। রবি লিখেছেন, ‘একজন সেনাসদস্য এবং একজন ক্রীড়াবিদ প্রত্যেক দেশের গর্ব, এবং তাদেরকে সম্মান করা দেশের কর্তব্য’।

 

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) এখনও ডাব্লুএফআই প্রধানের বিরুদ্ধে অভিযোগগুলির তদন্ত সম্পূর্ণ করতে পারেনি। অন্যদিকে সরকারের গঠিত তদারকি প্যানেলের ফলাফলগুলিও এখনও প্রকাশ করা হয়নি।

তিন মাসের দীর্ঘ অপেক্ষায় হতাশ হয়ে, ক্ষুব্ধ কুস্তিগীররা ২৩ এপ্রিল তাদের আন্দোলন ফের শুরু করতে যন্তর মন্তরে ফিরে আসেন এবং WFI বসকে গ্রেফতারের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)