North Bengal Strike: বনধের মধ্যেই কোচবিহারে একে অপরের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূল ও বিজেপির – TMC

বিজেপির ডাকা উত্তরবঙ্গ বনধে অশান্ত হয়ে উঠল কোচবিহারের চিলাপাতা এলাকা। সেখানে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে মারধর ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তুলেছে। ঘটনায় আহত হয়েছেন ১ তৃণমূলকর্মী।

অভিযোগ শুক্রবার সকালে কোচবিহার ২ নম্বর ব্লকের ঢংঢিংগুড়ি এলাকায় প্রথমে বিজেপি পার্টি অফিসের সামনে লাগানো ফ্লেক্স ও পতাকা ছেঁড়ে তৃণমূল। এর জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। পালটা তাঁরা তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর চালান। ভাঙা হয় প্লাস্টিকের চেয়ার। পার্টি অফিসের সামনে শুয়ে থাকা এক তৃণমূলকর্মীকে বেধড়ক মারধর করেন বিজেপি কর্মীরা। মারের চোটে তাঁর মাথা ফাটে। সিরাজুল হক নামে ওই তৃণমূলকর্মীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন চিকিৎসকের।

আহত তৃণমূল কর্মী বলেন, আমি পার্টি অফিসের সামনে শুয়ে ছিলাম। হঠাৎ বেশ কয়েকজন বিজেপি কর্মী এসে লাঠি কুড়ুল দিয়ে আমাকে মারধর করে। কেন মারধর করা হল জানি না।

পালটা স্থানীয় এক বিজেপি নেতা বলেন, তৃণমূল পার্টি অফিসে কারা ভাঙচুর করেছে জানি না। তবে সকালে তৃণমূলকর্মীরা এসে আমাদের পার্টি অফিসের সামেন টাঙানো পতাকা ফেস্টুন ছিঁড়ে দিয়ে গিয়েছে। সেই ক্ষোভে স্থানীয় মানুষজন মারধর করে থাকতে পারে।