Pele Word Inducted In Brazilian Dictionary To Honor The Football Legend


নয়াদিল্লি: মতান্তরে তিনি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার। ব্রাজিলের হয়ে জিতেছেন রেকর্ড তিন বিশ্বকাপ, রয়েছে হাজারের অধিক গোল করার কৃতিত্ব। সেই পেলে (Pele) এবার অভিধানে স্থান পেলেন। ব্রাজিলের এক অভিধানে পেলে শব্দটি বিশেষণ হিসাবে জায়গা করে নিয়েছে। পেলে শব্দটির মানে ‘অতুলনীয়’, ‘অনন্য’, ‘ব্যতিক্রমী’ নির্ধারিত করা হয়েছে। বুধবার মিখাইলিস অভিধানের তরফে এটি ঘোষণা করা হয়েছে।

এক উদ্যোগ মারফত প্রায় ১.২৫ লাখ মানুষের স্বাক্ষর নিয়ে, তাঁদের সম্মতিক্রমেই কিংবদন্তি পেলেকে সম্মান জানাতে, পেলে শব্দটিকে অভিধানে জায়গা করে দেওয়া হল। গত ডিসেম্বরেই ৮২ বছর বয়সে দীর্ঘদিন অসুস্থতার পরই পরলোক গমন করেন পেলে। ক্রীড়াক্ষেত্র বাদেও চিরতরে তিনি যেন অমর হয়ে থাকেন, সেটা নিশ্চিত করেই অভিধানে পেলে শব্দটির অন্তর্ভুক্তির এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?

আরও পড়ুন: ‘আমি ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ২৫ বছর বয়সি যুবক’, হঠা কেন এমন বললেন সচিন?