Minority Vote: সংখ্যালঘুরা তৃণমূলের পাশ থেকে সরে যাচ্ছে, দাবি শুভেন্দুর, যাচ্ছে কোথায়?

বরাবরই বলা হয়ে থাকে সংখ্যালঘুরা হলেন তৃণমূলের বড় ভোট ব্যাঙ্ক। আর হিন্দু ভোটকে মেরুকরণের মাধ্যমে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকরা এমনটাই মনে করেন। তবে এবার সেই সংখ্য়ালঘু ভোট নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু। তিনি বিজেপির মাইনোরিটি সেলের একটি মিটিংয়ে জানান, সংখ্যালঘুরা ধীরে ধীরে তৃণমূলের পাশ থেকে সরে যাচ্ছে। তবে বর্তমানে তারা সবসময় বিজেপির দিকে চলে এসেছেন এমনটাও নয়।

শুভেন্দু বলেন, তারা এখন তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবে এই মুহূর্তে তারা সকলে বিজেপিকেও সমর্থন করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করছেন ও এনআরসি ইস্যুকে কেন্দ্র করে ভাগাভাগির চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর অভিযোগ বর্তমান তৃণমূল সরকার পরিবারবাদের রাজনীতি, দুর্নীতি আর তোষামোদের রাজনীতি করে।

তিনি বলেন, বিজেপি এই পরিবারবাদের রাজনীতিকে শেষ করতে চায়। এখানে কাজ নেই। প্রায় ৪৫ লাখ পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে কাজ করতে চলে যাচ্ছেন। মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার এখানে কাজের সুযোগ তৈরি করতে পারেননি। এই পরিযায়ী শ্রমিকদের ৭০ শতাংশই সংখ্য়ালঘু সম্প্রদায়ের। দাবি শুভেন্দুর।

সামনেই পঞ্চায়েত ভোট। তৃণমূলস্তরে ঘাসফুল শিবিরের কাছে সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নিরিখে এবার বড় দাবি করলেন রাজ্য়ের বিরোধী দলনেতা তথা বিগত দিনে যিনি তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন সেই শুভেন্দু অধিকারী।

এদিকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সংখ্যালঘু বা সংখ্য়াগুরু যাই হোক না কেন সকলেই তৃণমূলের সঙ্গে আছেন। মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে আছেন। আগামী দিনেও তারা থাকবেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু ভোটের একাংশ যে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তা নিয়ে সম্প্রতি নানা ইঙ্গিত মিলেছে। চাকরি দুর্নীতি, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার, বগটুই কাণ্ড সহ একাধিক ক্ষেত্রে দেখা গিয়ে সংখ্য়ালঘু নেতৃত্ব অন্য সুরে কথা বলছেন। এটা তৃণমূলের কাছে উদ্বেগের। তবে তৃণমূলের সঙ্গে না থাকলেও তাঁরা যে বিজেপিকে সমর্থন করবেন এমনটা হওয়াটাও সহজ নয় বাংলায়। সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট শেষ পর্যন্ত কোন দিকে যায়, কতটা ভাগাভাগি হয় সেটাও দেখার।