Road accident in Nadia: স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে পিষে দিল ট্রাক, রাস্তা অবরোধ করে বিক্ষোভ শিক্ষকদের

মর্মান্তিক ঘটনা। স্কুল যাওয়ার পথে মৃত্যু হল ছাত্রীর। স্কুলের সামনেই একটি ট্রাক ওই ছাত্রীকে পিষে দেয়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রীর। আজ শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের মোড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা এর প্রতিবাদে বিক্ষোভ করেন। মৃত ছাত্রীর নাম মুন্নি বাইন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্কুলে যাচ্ছিল নবম শ্রেণির ওই ছাত্রী। মুন্নি অঞ্জনগড় উচ্চ বিদ‍্যালয়ের ছাত্রী। সে মুগরাইলের বাসিন্দা। স্কুলে যাওয়ার সময় একটি ট্রাক ওই ছাত্রীকে পিষে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, ঘটনার পরেই সংশ্লিষ্ট বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহ শিক্ষক ,শিক্ষিকা ও শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সদস‍্যরা বাদকুল্লা হাসপাতালে যান। এদিন পথ দুর্ঘটনার পরেই বিক্ষোভ করেন স্থানীয়রা। অঞ্জনগড় উচ্চ বিদ‍্যলয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালন সমিতির সদস‍্য, গ্রামবাসী এবং অঞ্জনগড় উচ্চ বিদ‍্যালয়ের ছাত্র ছাত্রীরা রেলগেট সংলগ্ন বাইপাস অবরোধ করেন। প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্কুলের শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিক্ষোভ উঠিয়ে দেয় পুলিশ।

অঞ্জনগড় উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয় কর্তৃপক্ষের তরফে দাবি করা হয় রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। রাস্তায় বাম্পার দেওয়ার পাশাপাশি রাস্তার মোড়গুলিতে বিশেষ করে স্কুল টাইমে পর্যাপ্ত সংখ্যায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা এবং বাদকুল্লার জনবহুল স্থানগুলিতে পণ্য পরিবহনের বিভিন্ন ধরনের গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে মাল লোডিং, আনলোডিং করা বন্ধ করার দাবি জানান শিক্ষক শিক্ষিকারা।

তাহেরপুর থানার পুলিশ এই দাবিগুলি মেনে পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেয়। অন্যদিকে, ছাত্রীর মৃত্যুতে সমগ্র বাদকুল্লা জুড়ে নেমে আসে শোকের ছায়া।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup