Killed for Doorbell Prank: বাড়ির বেল বাজিয়ে পালাচ্ছিল ৩ কিশোর, ইয়ার্কিতে বিরক্ত গৃহকর্তা ঘটালেন হত্যাকাণ্ড

বাড়িতে ঘনঘন বাজছিল বেল। বিরক্ত ব্যক্তি, এই বেল বাজিয়ে মশকরা করা তিন কিশোরকে গাড়িতে ধাক্কা দিয়ে তাদের হত্যা করেছেন, বলে অভিযোগ। সেই অভিযোগের জেরে গ্রেফতারি ও পরে দোষীসাব্যস্ত হয় সে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভুত অনুরাগ চন্দ্রের বিরুদ্ধে তিন মার্কিন কিশোরকে হত্যার অভিযোগ রয়েছে। তার জেরেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে সেদেশের আদালত।

২০২০ সালে অনুরাগের বিরুদ্ধে তিন মার্কিন কিশোরকে হত্যার অভিযোগ ওঠে। সেই বছরের ওই হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। পরে চলে মামলা। জানা গিয়েছে, মোট ছয়জন কিশোর মিলে অনুরাগের বাড়ির বেল বাজিয়ে চলে যাচ্ছিল। এরপরই রিভারসাইড কাউন্টিতে ওই কিশোরদের হত্যার ঘটনা ঘটে। যে গাড়ির ধাক্কায় ওই তিন কিশোরের মৃত্যু হয় ও বাকি তিনজন আহত হয়েছে। রিভারসাইড কাউন্টির অ্যাটর্নি মাইক হেস্টিন বলছেন, ‘আমাদের সম্প্রদায়ের উপর এটি ভয়ঙ্কর ও বিবেকহীন একটি ঘটনা।’ এছাড়াও অনুরাগের এই মামলায় সাজার ঘটনাকে তিনি বলছেন, ‘বিচারের দিকে সঠিক পদক্ষেপ’। রিপোর্ট বলছে, ১২ টি বিয়ারের বোতল শেষ করে তবে এই হত্যাকাণ্ড চালায় অনুরাগ। তিনি ওই বেল বাজানোর মশকরা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ ছিলেন। আমেরিকার রাস্তায় তিনি ৯৯ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে গাড়ি চালাচ্ছিলেন। অনুরাগ জানিয়েছে, তিনি ওই তিন কিশোরকে হত্যা করতে চাননি। তবে আচমকা গাড়ি যান্ত্রিকভাবে বিঘ্নিত হওয়ায় তিনি তা করতে বাধ্য হয়েছেন।

( অফিসের পর বিয়েবাড়ি আছে? চুলের জেল্লায় ঝটপট ড্রাই শ্যাম্পু লাগিয়ে নিন এইভাবে)

(নাবালিকা স্ত্রীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগ! গ্রেফতার স্বামী)

জানা গিয়েছে, ২০২০ সালে ১৯ জানুয়ারি ওই তিন কিশোর মারা যায়। যারা মারা গিয়েছিল, তাদের বয়স ১৬। জানা যাচ্ছে, ওই ব্যক্তির বাড়িতে, বেল বাজিয়ে কিশোররা ফের নিজেদের গাড়িতে ঢুকে পড়ছিল। বারংবার তা হওয়ায় বিরক্ত হয়ে ওঠে অনুরাগ। বেল বাজিয়ে তারা গাড়িতে বেরিয়ে যায়। পরে তারা বুঝতে পারে যে, যে ব্যক্তির বাড়িতে এই কাণ্ড তারা ঘটিয়েছে, সেই ব্যক্তি তাদের তাড়া করছে। তারপরই ঘটে যায় ওই হত্যাকাণ্ড।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup