4G in All Indian villages: সব গ্রামে পৌঁছাবে ফোর জি পরিষেবা, বড় অঙ্কের প্রকল্প ঘোষণা কেন্দ্রের

দেশের প্রতিটি গ্ৰামে এবার পৌঁছে যাবে ফোর জি পরিষেবা। শনিবার কেন্দ্রের তরফে এমনটাই জানালেন টেলিকম মন্ত্রকের রাজ্যমন্ত্রী দেবু সিং চৌহান। ২০২৪ সালের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে বলে জানান তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠান মারফত দেশবাসীকে ক্রমাগত উদ্বুদ্ধ করছেন। এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্প পরিষেবা দেশের কোনায় কোনায় পৌঁছে দিতেই তিনি বদ্ধপরিকর।

আরও পড়ুন: রক্তাল্পতা হলে এই ৫ খাবারই সেরা! আপনার রোজকার খাদ্যতালিকায় আছে কি না দেখুন তো

আরও পড়ুন: আটা মেখে রাখলে কালো হয়ে যায়? এই কাজটি করলেই অনেক দিন ভালো থাকবে

এই দিন দেবু সিংয়ের কথায়, সারা ভারতে ফোর জি পরিষেবার বর্তমান ছবিটা দেখলে দেখা যাবে এখনও ৩৮,০০০ থেকে ৪০,০০০ গ্ৰামে এই পরিষেবা নেই। প্রধানমন্ত্রী তাঁকে জানিয়েছেন, ভারতের প্রতিটি বাড়ির কোনায় কোনায় পৌঁছে যেতে হবে। সেই কথা মাথায় রেখেই ২০২৪ সালের মধ্যে ফোর জি পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ঘোষণা করলেন দেবু সিং চৌহান।‌ একইসঙ্গে মন কি বাতের ১০০তম অনুষ্ঠানের কথাও উঠে আসে তাঁর কথায়। ‌রবিবার এই অনুষ্ঠানের সম্প্রচার। ফোর জি পরিষেবা দেশের প্রতি কোনায় পৌঁছে দেওয়ার কারণ? মন্ত্রী জানান, আর্থসামাজিক অবস্থাকে আরও উন্নত করতেই এই বিশেষ প্রকল্প। এতে ডিজিটাল পরিষেবা আরও উন্নত হবে। দেশবাসীরা বাড়ি বসেই সবরকম পরিষেবা হাতের কাছে পাবেন। 

ডিজিটাল পরিষেবা না থাকার কারণে দেশের অনেক অংশই এখন নানাভাবে পরিষেবা বঞ্চিত। বিভিন্ন সমস্যায় ধীর গতির নেটওয়ার্কের মাধ্যমেই কাজ সারতে হয় তাঁদের। এতে সময় বেশি লাগে। একইসঙ্গে‌ জরুরি সময় বেশ অসুবিধা হয়। ফোর জি নেটওয়ার্ক দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেলে এই সমস্যা হবে না বলেই জানান টেলিকম  রাজ্যমন্ত্রী দেবু সিং চৌহান। তাঁর কথায়, প্রত্যন্ত অঞ্চলে একবার ফোর জি পরিষেবা পৌঁছে গেলে তাঁরাও দেশের সরকারের সমস্ত কাজের খতিয়ান দেখতে পাবে। সরকারের সাফল্য চাক্ষুষ করতে পারবে অনলাইন মাধ্যমেই। ২০২২ সালের জুলাইয়ে এই প্রকল্প আনা হয়। মোট ২৬,৩১৬ কোটি টাকা এর জন্য বরাদ্দ করা হয়। এবার ২০২৪ পর্যন্ত অপেক্ষা। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup