Spam calls to be stopped: আর ভুলভাল ফোন ও মেসেজ আসবে না! নয়া অস্ত্র বের করল TRAI, টাইট দেওয়া হল প্রতারকদের

তুমুল ব্যস্ত। তারইমধ্যে অচেনা নম্বর থেকে আচমকা এল অবাঞ্চিত ফোন (মূলত স্প্যাম কল)। টুংটুং করে পরপর মেসেজ এসেই আসছে। যা নিয়ে ভারতীয়রা কম তিতিবিরক্ত হন না। আজ থেকে সেই ‘অত্যাচারে’ ইতি পড়তে চলেছে। কারণ ওরকম ভুলভাল ফোন এবং মেসেজ রুখতে এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিচ্ছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ (ট্রাই)। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সেই পদক্ষেপের ফলে গ্রাহকরা যেমন হেনস্থার মুখে পড়বেন না, তেমনই প্রতারণার ফাঁদ পড়ার সম্ভাবনাও কমবে।

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ট্রাইয়ের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে জিয়ো, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল-সহ সমস্ত ভারতীয় টেলিকম কোম্পানিগুলিকে বাধ্যতামূলকভাবে নিজেদের ভয়েস কলিং এবং এমএসএম পরিষেবার ক্ষেত্রে ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স’ নির্ভর ‘স্প্যাম ফিল্টার’ ব্যবহার করতে হবে। ওই ‘স্প্যাম ফিল্টার’ এমনভাবে তৈরি করা হয়েছে যে ভুয়ো ও ভুলভাল ভয়েস কল এবং মেসেজ চিহ্নিত করতে পারবে। তা আগেভাগেই ব্লক করে দিতে পারবে।

আরও পড়ুন: Smartphones under 10,000: এক চার্জেই চলবে সারাদিন, ১০,০০০ টাকার মধ্যেই পাবেন এই ভালো ব্যাটারির ফোনগুলি

সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ভারতীয় গ্রাহকদের ফোনে আবঞ্চিত ভয়েস কলিং এবং ফোনের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে, তাতে লাগাম টানতেই সেই পদক্ষেপ করেছে ট্রাই। সেইসঙ্গে প্রতারণার আশঙ্কাও কমবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে গোপনীয়তার কারণে সেই পথে হাঁটতে নিমরাজি হলেও বর্তমানে সেই নিয়ম মেনে চলতে রাজি হয়েছে ভারতী এয়ারটেল এবং রিলায়েন্স জিয়োর মতো ভারতীয় টেলিকম সংস্থাগুলি। ইতিমধ্যে সেই বিষয়টি নিশ্চিত করে দিয়েছে এয়ারটেল। জিয়োও শীঘ্রই সেই পরিষেবা শুরু করবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Phone addiction remedies: সারাক্ষণ ফোনের নেশায় বুঁদ? বয়ে যাচ্ছে সময়? এড়ানোর ৫ কায়দা হয়তো জানেন না বলেই

শুধু তাই নয়, একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১০ ডিজিটের মোবাইল নম্বরের ক্ষেত্রে ‘প্রোমোশনাল কল’ পাঠাতে নিষেধ করে দিয়েছে ট্রাই। যা সাধারণত স্প্যামাররা ব্যবহার করে থাকে। যে নম্বর থেকে ফোন আসছে, সেটা কার নম্বর ও তার ছবি দেখানোর জন্য বিভিন্ন টেলিকম সংস্থাগুলিকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)