আবাস যোজনায় তোলাবাজির অভিযোগ করায় দেবের দাদার বিরুদ্ধে FIR তৃণমূল বিধায়কের

তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করায় সাংসদ দীপক অধিকারীর জ্যেঠতুতো দাদা বিক্রম অধিকারীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা। বিক্রম দল ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। প্রকাশ্যে ক্ষমা না চাইলে বিক্রম অধিকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক।

শিউলি সাহার দাবি, ২০১৬ সালে আবাস যোজনার ৩ ধাপের সমস্ত টাকা পেয়েছেন বিক্রম অধিকারী। তার পরও দল, সাংসদ ও বিধায়ককে কালিমালিপ্ত করতে মিথ্যা অভিযোগ করেছেন তিনি। তাই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।

গত রবিবার ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীর জ্যেঠতুতো দাদা বিক্রম অধিকারী দাবি করেন, ২০১৬ সালে তাঁর অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা এসেছিল। কিন্তু সেই টাকা পার্টিকে দিয়ে দিতে হবে বলে জানান তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা। পরে তাঁকে ঘর করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন তাঁরা। সেই মতো আবাস যোজনার সমস্ত টাকা তুলে পার্টির নেতাদের দিয়ে দেন বিক্রম অধিকারী। কিন্তু তার পর সাত বছর কাটতে চললেও তিনি ঘর পাননি। এমনকী বিধায়ক শিউলি সাহাকে অভিযোগ করেও সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তৃণমূল সাংসদের দাদার মুখে এই অভিযোগ শুনে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে ঘাটাল শহরে পোস্টার সেঁটে প্রচার শুরু করে তারা। সঙ্গে সাংসদ দীপক অধিকারীর পদত্যাগও দাবি করে। বিজেপির বক্তব্য, সাংদের দাদাকে যদি তৃণমূলের তোলাবাজি সহ্য করতে হয় তাহলে তাঁর সাংসদ না থাকাই ভালো।