IPL 2023 Purple Cap List In Full Mohammed Shami Leading The Chart


আমদাবাদ : ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট। গুজরাত টাইটান্স (Gujarat Titans) ৫ রানে ম্যাচ হারলেও ম্যাচ সেরার পুরস্কার পেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। আইপিএলে(IPL) প্রথমবার ৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১৭ উইকেট নিয়ে নিয়ে পার্পল ক্যাপও (Purple Cap) দখলে নিলেন শামি। সমসংখ্যক উইকেট পেলেও ইকোনমির বিচারে তার থেকে বেশ খানিকটা পিছিয়ে তুষার দেশপাণ্ডে (Tushar Despande)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পেসারের ইকোনমি যেখানে ১১.০৭, সেখানে শামির ইকোনমি মাত্র ৭.০৫। 

দিল্লি ইনিংসের প্রথম বলেই ফিলিপ সল্টকে ফেরান শামি। তারপর পর নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারে রাউলি রুসো (৮) ও নিজের তৃতীয় ওভারে মনীশ পাণ্ডে (১) ও প্রিয়ম গর্গকে (১০) সাজঘরে ফেরান শামি। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন-আপকে কার্যত শুরুতেই গুঁড়িয়ে দেন শামি। বাংলার পেসার তাঁর ৪ ওভারের মধ্যে ১৯ টি ডট বল করেন। গড় ২.৭৫। আইপিএল কেরিয়ারে এটাই মহম্মদ শামির সেরা ব্যক্তিগত বোলিং।  

মহম্মদ শামি, তুষার দেশপাণ্ডের পর পার্পল ক্যাপ তথা বেগুনি টুপি দখলের লড়াইয়ে আপাতত তিন নম্বরে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ৯ ম্যাচের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারের ঝুলিতে ১৫ উইকেট। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একটি উইকেট নিয়ে উইকেট সংখ্যার বিচারে সিরাজকে ধরে ফেলেছন রশিদ খানও (Rashid Khan)। আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় চার নম্বরে রয়েছেন আফগান স্পিনার। সিরাজ, রশিদের মতোই ৯ ম্যাচে ১৫ উইকেট অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। ইকোনমির বিচারে যথাক্রমে চার ও পাঁ

চ নম্বরে রশিদ ও অর্শদীপ।

আরও পড়ুন- ইশান্তদের দুরন্ত পারফরম্যান্স, বোলারদের বিক্রমে ৫ রানে গুজরাতকে টেক্কা দিল্লির

রবিচন্দ্রন অশ্বিন, পীযূষ চাওলা, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী পার্পল ক্যাপ দখলের লড়াইয়ে যথাক্রমে ষষ্ঠ থেকে নবম স্থানে রয়েছেন। প্রত্যেকেরই ঝুলিতে ১৩ টি করে উইকেট। বেগুনি টুপি দখলের লড়াইয়ে আপাতত দশ নম্বরে থাকা রবি বিষ্ণোইয়ের দখলে ১২ উইকেট। সমসংখ্যক উইকেট পেলেও ইকোনমি রেটের বিচারে একাদশ স্থানে রয়েছেন যুযবেন্দ্র চাহাল।           

আরও পড়ুন: প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন