Viral Maa Kali Post by Ukraine Defence Ministry: ফিরল হুঁশ, মা কালীর ‘বিকৃত ছবি’ বিতর্কে ক্ষমা চাইলেন ইউক্রেনের মন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের এক টুইট ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছিল ভারতে। মা কালীর অবমাননাকর এবং বিকৃত ছবি পোস্ট করা হয়েছিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের টুইটার অ্যাকাউন্ট থেকে। এই আবহে ভারতীয় নেটিজেনরা দাবি তুলেছিলেন, ইউক্রেনেকে যাতে ভবিষ্যতে আর কোনও সাহায্য না করে ভারত। এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন ইউক্রেনের মন্ত্রী। ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রকের ফার্স্ট ডেপুটি মন্ত্রী এমিন ঝেপার একটি টুইট করে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি এও জানান যে বিতর্কিত টুইটটি সরিয়ে দেওয়া হয়েছে।

টুইট বার্তায় এমিন লেখেন, ‘ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রকের এক টুইটে হিন্দু দেবী কালীকে বিকৃতভাবে দেখানো হয়েছিল। সেই টুইটের জন্য জন্য আমরা দুঃখিত। ইউক্রেন এবং এদেশের জনগণ অনন্য ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং আমাদের প্রতি ভারতের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। সেই বির্কিত ছবিটি ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, গতমাসে টুইটারে একটি স্ক্রিনশট ভাইরাল হয়। তাতে দেখা যায়, দু’টি ছবির কোলাজ। কোলাজের একদিকে ‘মাশরুম ক্লাউড’ (বোম ফললে যে কালো ধোঁয়ার কুণ্ডলি মেঘে পরিণত হয়) এবং অন্যদিকে ‘মা কালীর বিকৃত ছবি’।

ভাইরাল ছবিতে মা কালীপ ‘পোজ’ যেন মেরিলিন মনরোর সেই বিখ্যাত পোজের অনুকরণে ছিল। এই ছবিকে অবমাননাকর বলে আখ্যা দেন ভারতীয়রা। কিছুক্ষণ পরেই ওই ছবিটি মুছে দেওয়া হয়। ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে যায় স্ক্রিনশট। এরপরই ইউক্রেনকে তোপ দাগেন নেটিজেনরা। এই ইস্যুতে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র উপদেষ্টা কাঞ্চন গুপ্তা বলেন, ‘ভারতের থেকে সাহায্য চাইতে সম্প্রতি দিল্লিতে এসেছিলেন ইউক্রেনের বিদেশ প্রতিমন্ত্রী। সেই মুখোশের পিছন থেকে ইউক্রেন সরকারের বাস্তব রূপটা বেরিয়ে এসেছে। একটি প্ররোচনামূলক পোস্টারে মা কালীর ক্যারিকেচার পোস্ট করা হয়েছে। বিশ্বজুড়ে সমস্ত হিন্দুদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।’ তবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই বিষয়ে মুখ খোলেননি। এরই মাঝে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী ‘ক্ষমা’ চেয়ে নিলেন।