Yaduvansh Kumar Yadav: ‘ব্রাহ্মণরা রাশিয়া থেকে এসেছেন’, আরজেডির প্রাক্তন বিধায়ক যদুবংশের মন্তব্যে বিতর্ক তুঙ্গে

এবার খবরে আরজেডির প্রাক্তন বিধায়ক যদুবংশ কুমার যাদব। আরজেডির সর্বভারতীয় সচিব ও প্রাক্তন বিধায়ক যদুবংশ কুমার যাদবের দাবি, ব্রাহ্মণরা মূলত এসেছেন রাশিয়া ও ইউরোপের দেশ থেকে। তিনি দাবি করেন, ব্রাহ্মণরা ভারতীয় নন। তাঁর এমন মন্তব্যের জেরে ফের নতুন করে বিতর্কের আগুনে পড়েছে ঘি!

শনিবার বিহারের সুপাউলে পার্টির এক সমাবেশে বক্তব্য রাখছিলেন যদুবংশ কুমার যাদব। সেখানেই তিনি যাদব সম্প্রদায় সম্পর্কে মন্তব্য করেন। সেই বক্তব্যে যদুবংশ বলেন, ‘ যাদব গোষ্ঠী হল এমন একটি সম্প্রদায়, যারা মূলত এই দেশেরই অংশ। ডিএনএ টেস্ট থেকে দেখা যায়, কোনও ব্রাহ্মণরাই এদেশের নন। তারা রাশিয়া ও ইউরোপিয় নানান দেশ থেকে এসেছেন, আর এদেশে এসে বসবাস করেছেন। ব্রাহ্মণরা আমাদের ভাগ করে নিতে চায়। এটা গুরুত্বপূর্ণ যে, আমাদের উচিত তাঁদের এদেশ থেকে বিতাড়ন করা।’ এদিকে, আরজেডি নেতার এই মন্তব্য বিহারের শাসক জোট জেডিইউয়ের নজরে ভালো ঠেকেনি। উল্লেখ্য, বিহারে এই মুহূর্তে শাসকের মসনদে রয়েছে আরজেডি ও জেডিইউ। এদিকে, আরজেডি নেতার এই মন্তব্যে জেডিইউএর তরফে অভিষেক কুমার ঝা বলছেন, ‘ আরজেডি নেতা যে কথা বলেছেন, তা খুবই নৃশংস। পরশুরাম কি রাশিয়া থেকে এসেছিল, বা অন্য কোনও দেশ থেকে? এমন কথা আরজেডি নেতা বলছেন, শুধু মিডিযায় টিকে থাকতে।’

( পাক মন্ত্রী বিলাওয়ালের বোন ফাতিমা বিয়ের পর দিলেন শিব মন্দিরে পুজো! শোরগোল শুরু)

জেডিইউয়ের দাবি, এমন সমস্ত নেতার বিরুদ্ধে আরজেডির ব্যবস্থা নেওয়া উচিত। এদিকে, বিহারে, বিজেপির হাত ছেড়ে আরজেডির হাত ধরেছে জেডিইউ। ফলে সরকার থেকে ছিটকে গিএছে গেরুয়া শিবির। এদিকে, শাসক গোষ্ঠীর পার্টি আরজেডির নেতা এমন মন্তব্য করায় খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও। সব মিলিয়ে আপাতত আরজেডি নেতার এমন মন্তব্যে ব্যাপক তোলপাড় শুরু হয়ে গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup