কেন উত্তরবঙ্গ সফরে বারবার যান মুখ্যমন্ত্রী?‌ নির্বাচনের নিরিখে বিশ্লেষণ দিলীপের

আজ, বুধবার মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আবার জনসংযোগ যাত্রা করতে যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদায় আগামীকাল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে। তার আগে আজ, বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’য় অংশ নিতে পারেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর বারবার উত্তরবঙ্গ সফরকে নিয়ে কটাক্ষের সঙ্গে বিশ্লেষণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। বারবার কেন উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন?‌ নির্বাচনের নিরিখে এই বিষয়টি নিয়েও বিশ্লেষণ করলেন বিজেপি নেতা।

ঠিক কী বলেছেন দিলীপ?‌ আজ, বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে এসে বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি বলেন, ‘‌উত্তরে এবং জঙ্গলমহলে বারেবারে যাচ্ছেন। কারণ তৃণমূল কোথায় আছে, দেখতে যাচ্ছেন। নদিয়া, মুর্শিদাবাদ যায় না। জানে এগুলি মারপিট করে জিতে নেব। উত্তর আর দক্ষিণ, তৃণমূল উপড়ে গিয়েছে। মানুষ ঠিক করেছে ওদের একটা আসনও দেবে না। নিজের লোক লুঠপাট করে নিয়েছে। জনসংযোগ করে আর কী লাভ? ধীরে ধীরে নিচে আসছেন। হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন। এরপর বাসে করে যাবেন।’‌

আর কী বলেছেন বিজেপি নেতা?‌ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে যাচ্ছেন ট্রেনে করে। যাতে মানুষের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু সেটা কটাক্ষ করেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘ধীরে ধীরে নিচে আসছেন। হেলিকপ্টার থেকে ট্রেনে নেমেছেন। এরপর বাসে করে যাবেন।’‌ আর ময়নার বন্‌ধ নিয়ে বলেন, ‘‌যেভাবে আমাদের কর্মীরা টার্গেট হচ্ছে তাতে আমরা এভাবেই প্রতিবাদ করব। সাধারণ মানুষ ভয়ে আছে। এটা আমাদের গণতান্ত্রিক প্রতিবাদ।‌’‌ যদিও সকাল থেকে বিজেপির তাণ্ডবে ময়নার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

বিরোধী জোট নিয়ে কী বললেন দিলীপ?‌ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীরা এখন এককাট্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‌বিজেপি হটবেই। সাধারণ জনতার শক্তির চেয়ে বলশালী আর কিছু নয়। তাই মানুষের স্বার্থে বদল আসবে। তখনই জিতবে দেশ।’‌ পাল্টা আজ দিলীপের কথায়, ‘‌উনি এখান থেকে বার্তা দিচ্ছেন। একবার ওখানে গিয়ে দেখুন কি অবস্থা। কাল সবচেয়ে বড় নেতা শরদ পাওয়ারের উইকেট পড়ে গিয়েছে। নীতীশবাবু কি করবেন জানি না। প্রত্যেক ভোটে তাঁর আসন কমছে। উনি কি আগামী ভোটে কেজরিওয়ালের মতো হয়ে যাবেন? উনি স্বপ্ন দেখছেন, আর পায়ের তলায় মাটি নেই। এমন লোকও প্রধানমন্ত্রী হতে চাইছে, যার হাতে একটাও সাংসদ নেই। এই ধরনের ড্রামা প্রতি ইলেকশনে হয়।’‌