Pakistan Firing: পাকিস্তানে সাত শিক্ষককে খুন করল বন্দুকবাজ, স্কুলের স্টাফরুমে গুলি: Report

পাকিস্তানে ভয়াবহ হত্যাকাণ্ড! খাইবার পাখতুনখাওয়ার আপার কুরাম তেহশিলে বৃহস্পতিবার অন্তত সাতজন শিক্ষককে খুন করা হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, তেহশিল হাইস্কুলের স্টাফরুমে ঢুকে বন্দুকবাজরা গুলি চালিয়েছে। পরীক্ষার ডিউটিতে এসেছিলেন শিক্ষকরা। তাদের উপর গুলি চালানো হয়। সমস্ত হাসপাতাল এলাকায় এমার্জেন্সি জারি করা হয়েছে। পুলিশ আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তবে তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি। এদিকে সামগ্রিক পরিস্থিতিতে ম্যাট্রিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

অপর একটি ঘটনায় গাড়িতে যাচ্ছিলেন এক শিক্ষক। তাঁকেও গুলি করে খুন করা হয়েছে। সব মিলিয়ে একই দিনে ৮জন শিক্ষককে খুন করা হল। ওই শিক্ষকের নাম মহম্মদ শরিফ। তাঁকে গাড়িতেই গুলি করে খুন করা হয়েছে।

প্রেসিডেন্ট ডঃ আরিফ আলভি জানিয়েছেন যারা শিক্ষকদের হত্যা করেছে তারা শিক্ষার বিরোধী।

পাকিস্তানের আপার কুরামের এই ঘটনায় একেবারে হাড়হিম হয়ে যাওয়ার অবস্থা। সূত্রের খবর স্টাফরুমে বসেছিলেন শিক্ষকরা। তখনই গুলি চালানো হয়। পরীক্ষার ডিউটিতে তারা এসেছিলেন। সেই সময় বন্দুকবাজের হামলা। তবে সবক্ষেত্রেই শিক্ষকদের টার্গেট করা হয়েছে। সরকারি ওই স্কুলে পড়ুয়ারা ম্যাট্রিক পরীক্ষা দিতে এসেছিল। সেই সময় শিক্ষকদের উপর হামলা। একের পর এক শিক্ষককে খুন। ভয়াবহ ঘটনা। পুলিশ ইতিমধ্যেই খুনিদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

এদিকে প্রথমদিকে বলা হচ্ছিল সব মিলিয়ে সাতজন শিক্ষকের মৃত্যু হয়েছে। পরে জানানো হয়েছে সব মিলিয়ে পাঁচজন শিক্ষককে খুন করা হয়েছে। এমনকী চলন্ত গাড়িতেও শিক্ষককে নিশানা করে গুলি করা হয়। কিন্তু কেন এভাবে শিক্ষকদের খুন করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে একাধিক রুটকে নিরাপত্তার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে।