ED chargesheet against Anubrata Mondal: ‘বাবার কথায় চেকবুকে সই, বাবাই সব জানে’, কেষ্টর বিরুদ্ধে ED-র হাতিয়ার ‘সু’কন্যা

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ‘সু’কন্যাকে হাতিয়ার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা যে ২০৩ পৃষ্ঠার সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে, তাতে কেষ্টর মেয়ের বয়ানকে ব্যবহার করা হয়েছে। সেইসঙ্গে শক্তিগড়ে প্রাতঃরাশ এবং দুবরাজপুরের মামলাকে হাতিয়ার করে ‘প্রভাবশালী’ তত্ত্বে কেষ্টকে বেঁধে ফেলতে কোনও কসুর ছাড়েনি ইডি। যে চার্জশিট গ্রহণ করেছে দিল্লির আদালত।

কোটি-কোটি টাকার গরুপাচার মামলায় বৃহস্পতিবার দিল্লির আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করেছে ইডি। সূত্রের খবর, আসানসোল থেকে কলকাতায় আনার পথে কেষ্ট শক্তিগড়ে যে প্রাতঃরাশ সেরেছিলেন, সেই বিষয়টি ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে ঠাঁই পেয়েছে। পুলিশের ঘেরাটোপে থাকা সত্ত্বেও শক্তিগড়ে কেষ্টর সঙ্গে প্রাতঃরাশ টেবিলে তৃণমূল নেতা-সহ তিনজন দেখা করেছিলেন, সেটিকে হাতিয়ার করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে ‘প্রভাবশালী’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে কেন্দ্রীয় সংস্থা।

আরও পড়ুন: Anubrata Mondal: আগামী কয়েক বছর দিল্লিতে ঘরবাড়ি বানিয়ে ফেলুন, আদালতে অনুব্রতকে বললেন ED-র আইনজীবী

শুধু তাই নয়, কেষ্টর বিরুদ্ধে ‘বুমেরাং’ হয়েছে দুবরাজপুরের মামলা। গত বছরের একেবারে শেষলগ্নে সেই মামলা নিয়ে চরম নাটক হয়েছিল। গত ১৯ ডিসেম্বর কেষ্টকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। পরদিনই আচমকা আসানসোল জেলে নিয়ে কেষ্টকে ‘গ্রেফতার’ বলে দেখিয়েছিল দুবরাজপুর থানার পুলিশ। তখন পুলিশ দাবি করেছিল, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিবশংকর মণ্ডল খুনের অভিযোগ দায়ের করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে অনুব্রতকে গ্রেফতার করা হয়। যদিও বিরোধীদের দাবি, কেষ্টর দিল্লি-যাত্রা রুখতে সেই পুরো ঘটনাটি সাজানো হয়েছিল। পরে সেই মামলায় আদালতেও ধাক্কা খায় রাজ্য সরকার। তারপর দোলের দিন কেষ্টকে নিয়ে যায় ইডি।

আর সেই বিষয়টিই হাতিয়ার করা হয়েছে ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে। সূত্রের খবর, ইডি যুক্তি খাড়া করেছে যে দু’বছরের পুরনো মামলায় রাতারাতি গ্রেফতার করা হয়েছিল। সেই যুক্তি খাড়া করেই কেষ্টকে ‘প্রভাবশালী’ হিসেবে দেখাতে চেয়েছে ইডি। অর্থাৎ কেষ্ট যাতে জেল থেকে বেরোতে না পারেন (জামিন না পান), তা নিশ্চিত করতে কোনও কসুর ছাড়েনি। 

আরও পড়ুন: Sukanya Mondal: মেয়ে তো গরু পাচার করেননি, অনুব্রত কন্যাকে নিয়ে সুর নরম বিমান বসুর

সেইসঙ্গে কেষ্টর বিরুদ্ধে সুকন্যার বয়ানকেও হাতিয়ার করেছে ইডি। সূত্রের খবর, জেরার সময় সুকন্যা দাবি করেছেন যে ‘বাবার কথায় চেকবুকে সই করে দিতাম। বাবাই সবকিছু জানে।’ যে সুকন্যাকে গত মাসেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)