Fake IPL ticket: IPL-এর জাল টিকিট বিক্রি করার অভিযোগে ধৃত তৃণমূল নেতা

আইপিএল জ্বরে কাঁপছে গোটা দেশ। আর আইপিএল শুরু হতেই এই ম্যাচকে ঘিরে মাথাচাড়া দিয়ে উঠেছে বিভিন্ন প্রতারণা থেকে শুরু করে অনলাইনে বেটিং চক্র। তা নিয়ে নিয়মিত নজরদারি চালাচ্ছে পুলিশ। এবার আইপিএলে জাল টিকিট বিক্রির অভিযোগে এক তৃণমূল নেতার নাম জড়াল। সম্প্রতি একের পর এক বিভিন্ন দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসকদল তৃণমূলের। এবার আইপিএলের জাল টিকিট বিক্রিতে তৃণমূল নেতার নাম জড়ানোই স্বাভাবিকভাবে অস্বস্তিতে দল। অভিযুক্ত তৃণমূল নেতার নাম বিক্রম সাহা। মঙ্গলবার রাতে নদিয়ার তাহেরপুর থেকে বিক্রমকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।

জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতা তাহেরপুর শহরের দলের ছাত্র সংগঠন প্টিএমসিপির প্রাক্তন সভাপতি। অভিযোগ, গত ২০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ ছিল ইডেন গার্ডেন্সে। এই ম্যাচকে ঘিরে স্বাভাবিকভাবেই টিকিটের ব্যাপক চাহিদা ছিল। সেই ম্যাচের টিকিট জাল করে ক্রিকেটপ্রেমীদের কাছে বিক্রি করেছিলেন ওই তৃণমূল নেতা। অভিযোগ কয়েক লক্ষ টাকার টিকিট বিক্রি করেছিলেন তিনি। পরে ক্রেতারা সেই টিকিট নিয়ে ম্যাচ দেখতে গিয়ে জানতে পারেন টিকিটগুলি আসলে ভুয়ো। এরপরে ময়দান থানায় তাঁরা ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঘটনায় তদন্তে নেমে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর বুধবার তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। রানাঘাট জেলার তৃণমূল সংগঠনিক সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘আইন আইনের পথে চলবে।’

অন্যদিকে এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, ‘বালি, কয়লা, গরু পাচারের পর এবার আইপিএলের টিকিটও চুরি করছে তৃণমূল। আর কিছুই বাকি থাকল না।’ উল্লেখ্য, গত বছর ইডেনে ম্যাচ চলাকালীন বেটিং চক্র সক্রিয় হয়ে উঠেছিল কলকাতায়। সেই সময় ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল একাধিক মোবাইল, ল্যাপটপ সহ বেশ কিছু জিনিসপত্র। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ম্যাচের ফলাফল ছাড়াও ছোট ছোট অংশ ধরে চলছিল বেটিং চক্র। গত কয়েক বছরে শহরের বিভিন্ন রেস্তরাঁ এবং অতিথিশালায় বেটিং চক্র চালাত চক্রীরা। কিন্তু পুলিশের নজরদারি এড়াতে নিজেদের ঠিকানাও বদলেছে এই সমস্ত চক্রীরা। সূত্রের খবর, আইপিএল শুরু হতেই বিশেষ করে কেকেআর ম্যাচকে ঘিরে শহরের বিভিন্ন জায়গায় বেটিং বেশি হচ্ছে। ভবানীপুর, লেক গার্ডেন্স, কসবা, ময়দান, বড়বাজার, পোস্তা প্রভৃতি এলাকায় চলছে বেটিং চক্র।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup